২০১৭ সালের একটি ঘটনার উল্লেখ করেছেন চিত্রাঙ্গদা ৷ সেই সময় ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর শুটিং চলছিল ৷ ওই ছবিতে অভিনয় করছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ৷ হঠাৎই নায়িকাকে নওয়াজের সঙ্গে একটি উত্তেজক দৃশ্যে অভিনয় করতে বলেন পরিচালক ৷ এই ঘটনা খুবই ভয়ঙ্কর ছিল ৷ কারণ এরপর চিত্রাঙ্গদা যখন এই কথা মহিলা প্রযোজক ও নওয়াজকে বলতে যান, কেউই তাঁর কথায় পাত্তা দেননি ৷’’ কিন্তু বিষয়টিকে ভালভাবে নেননি চিত্রাঙ্গদা ৷ সেদিন সকলের মুখের উপর জবাব দিয়ে ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তিনি ৷
advertisement
আরও পড়ুন: #MeeToo: পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য কীভাবে শ্যুট করা হয় ? মুখ খুললেন খোদ 'সিরিয়াল কিসার' ইমরান
তনুশ্রীর সাহসকে সম্মান জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘‘এটা শুধুমাত্র হলিউডকে নকল করা নয় ৷ এটা আমাদের সমাজের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখানো ৷ মিডিয়া একটা দুর্দান্ত কাজ করছে ৷ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ৷