এর আগেও কাশ্মীরা শাহ ও তাঁর স্বামী কৃষ্ণা অভিষেক বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় মজার মজার জিনিস পোস্ট করতে থাকেন৷ আর যা দেখে ফ্যানরাও খুশি হয়ে যান৷ কিন্তু কাশ্মীরার সাম্প্রতিক একটি ভিডিও এর থেকেও বেশি জনপ্রিয় হয়ে গেছে৷ ফ্যানরা প্রচণ্ড বেশি পছন্দ করছেন সেই ভিডিও৷
আরও পড়ুন - হায় কপাল, রাস্তার ধারের ইস্ত্রি-র দোকানে কাজে ব্যস্ত ‘জুন আন্টি’, খেলেন ছ্যাঁকাও, ভাইরাল ভিডিও
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে কাশ্মীরা শাহ কাউকে দিয়ে ম্যাসাজ করাচ্ছেন৷ যদি ভাবেন এতে ভাইরাল ভিডিও হওয়ার কি আছে? তাহলে আপনাদের জানিয়ে দিয়ে এই ভিডিওতে ম্যাসাজ গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ কাশ্মীরার মুখের অভিব্যক্তি৷ আসলে তাঁর মুখ দেখে মনে হচ্ছে এটা আরাম হচ্ছে না, উল্টে এতে ব্যাথা হচ্ছে৷ ভিডিওতে আগে দেখা যাচ্ছে এই ম্যাসাজ থেকে তিনি বাঁচতে চাইছেন৷ কিন্তু যিনি ম্যাসাজ করাচ্ছেন তিনি তাঁকে জোর করে ধরে রেখে তাঁকে টেনে ধরছেন৷
আরও পড়ুন - Abhishek attacks BJP: বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
কাশ্মীরার স্বামীর কমেন্ট ফ্যানদের মজার লাগছে-
কাশ্মীরার ভাইরাল হওয়া ভিডিওতে তাঁর স্বামী কৃষ্ণা অভিষেকও কমেন্ট করেছেন৷ তিনি মজা উড়িয়ে লিখেছেন, ‘‘একে আমি পয়সা দিয়ে তোমায় টর্চার করতে রেখেছি৷’’
এই ভিডিওতে শুধু কাশ্মীরার স্বামীই নন একাধিক সেলিব্রিটি কমেন্ট পোস্ট করেছেন৷ অভিনেত্রী তান্নাজ ইরানি লিখেছেন ,‘‘ডিট্টো’’, আবার অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট লিখেছেন , ‘‘ইনি একমাত্র অভিনেত্রী যাঁরা ম্যাসাজ পছন্দ নয়৷ ’’
এদিকে অনেক নেটিজেন আবার কমেন্ট করেছেন থার্ড ক্লাস অ্যাকটিং৷