কখনও কি সত্যজিৎ রায়ের ‘ফেলুদা সিরিজ’ নিয়ে ছবি বানানোর শখ জেগেছে দিবাকরের? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন। তাঁর কথায়, ‘‘ভেবেছিলাম করব। অভয় দেওলকে দিয়ে এই চরিত্রে অভিনয় করানোর কথাও ভেবেছিলাম। ছোটবেলায় যখন ফেলুদা পড়তাম, সব গল্পে একটা ১৩-১৪ বছরের ছেলেকে দেখা গিয়েছে। সেখানেন অনেক কিছু নজরে এসেছে, যা কিনা জীবনে ভোলা যায় না।।’’
advertisement
আরও পড়ুন: গাড়ির ভিতরে মৃত অবস্থায় নায়কের দেহ! জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যুতে শিউরে উঠলেন ভক্তরা
এত পরিকল্পনা সত্ত্বেও ছবিটি করা হয়নি দিবাকরের। পরিস্থিতির চাপে সেই প্রজেক্টটি নিয়ে এগোনো হয়নি। তিনি আরও জানান, বাংলায় সমস্ত ফেলুদা পড়েছেন তিনি। ইংরেজি জানতেন না। ফেলুদা পড়েই তিনি জেনেছিলেন টেলিপ্যাথি সম্পর্কে। সত্যজিতের ‘চারুলতা’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘পথের পাঁচালী’ দিবাকরের প্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম।