TRENDING:

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন 'বাহুবলী'-র নায়িকা তমান্না ভাটিয়া

Last Updated:

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন 'বাহুবলী'-র নায়িকা তমান্না ভাটিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগত বেশ কয়েকদিন ধরে হিন্দি ও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটাই গুঞ্জন--বিয়ে করছেন 'বাহুবলী' খ্যাত তমান্না ভাটিয়া! পাত্র সিনেমা জগতের কেউ নন! আমেরিকায় বসবাসকারী এক ভারতীয় চিকিৎসক। আগামী বছরই নাকি গাটছড়া বাঁধছেন তাঁরা! এমনটাও শোনা গেল, তমান্নার বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন খোদ তাঁর মা রাজানি ভাটিয়া। তিনি নাকী এও জানিয়েছেন, হবু জামাই তাঁর খুব পছন্দ হয়েছে।
advertisement

কিন্ত বিয়ের খবর সম্পূর্ণ অস্বীকার করলেন খোদ তমান্না ! জানালেন-- একবার শুনলাম কোনও এক অভিনেতার সঙ্গে আমার বিয়ে হচ্ছে! একবার শুনলাম আমার নাকী এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে! এখন আবার শুনছি আমার হবু বর চিকিৎসক! এমন ভাবে গুজব ছড়াচ্ছে, মনে হচ্ছে আমি যেন বিয়ের পাত্র খুঁজে বেরাচ্ছি! কারও ব্যক্তিগত জীবন নিয়ে এ'ধরনের ভুল খবর ছড়ানো খুবই কুরুচিকর! আমি এখনও 'সিঙ্গল', এবং বেশ খুশিতেই আছি। বাবা-মাও আমার জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছে না।

advertisement

তমান্নার সঙ্গে বহুবার বহু পুরুষের নাম জড়িয়েছে। বাদ যাননি বিরাট কোহলি, আব্দুল রজ্জাকের মতো ক্রিকেটারও । একবার এক দক্ষিণী অভিনেতার সঙ্গেও তাঁর বিয়ের গসিপ রটেছিল! তবে এবার নায়িকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ''আপাতত আমি সিনেমাতেই রোম্যান্স করছি। ঠিক করেছি, এবার রাস্তায় নেমে চেঁচিয়ে বলব-- আমি বিয়ে করছি না। ''

আরও পড়ুন-যখন শম্মি কাপুরকে চুমু খেতে হবে বলে পালিয়েছিলেন নার্গিস...

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের খবর নিয়ে মুখ খুললেন 'বাহুবলী'-র নায়িকা তমান্না ভাটিয়া