TRENDING:

আমার পুরো হৃদয় ট্যাগলাইন দিয়ে Virat ও Vamika-র খেলার ছবি পোস্ট Anushka-র, ভাইরাল

Last Updated:

অনুষ্কা শর্মা (Anushka Sharma) দুবাইতে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে ফেলেছেন৷ অভিনেত্রী অনুষ্কা নিজের মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে বিরাটের (Virat Kohli) সঙ্গে এক হয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: অনুষ্কা শর্মা (Anushka Sharma) দুবাইতে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে ফেলেছেন৷ অভিনেত্রী অনুষ্কা নিজের মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে বিরাটের (Virat Kohli) সঙ্গে এক হয়েছেন৷ বিরাট কোহলি এখন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন৷ সোমবার অনুষ্কা দুবাই থেকে এক দারুণ ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷
 anushka sharma's whole heart in this picture of vamika and virat kohli playing- Photo Courtesy- Anushka Sharma/ Instagram
anushka sharma's whole heart in this picture of vamika and virat kohli playing- Photo Courtesy- Anushka Sharma/ Instagram
advertisement

ছবিতে দেখা বিরাট কোহলি (Virat Kohli) দারুণ হাসিমুখে ভামিকার (Vamika) খাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন৷ ভামিকার খাট ভর্তি নানা রঙের বল৷ মেয়েকে মুগ্ধ দৃষ্টিতে দেখছেন বিরাট কোহলি৷ ভামিকাকে এই ছবিতেও পিছন দিক থেকেই দেখা যাচ্ছে৷ সেখানে ভামিকার পনিটেল দেখা যাচ্ছে ৷ অফ হোয়াইটের ওপর পিঙ্ক ডটের একটি পোশাক পরেছে সে৷ ভামিকার দিক থেকে চোখ সরিয়ে নেওয়া যাচ্ছে না৷ ভামিকা ও বিরাটের এই ছবিতে অনুষ্কা শর্মা (Anushka Sharma) ট্যাগলাইন দিয়েছেন, "My whole heart in one frame,"- অর্থাৎ আমার গোটা হৃদয় একটা ফ্রেমে৷

advertisement

আরও পড়ুন - Video: ইন্টারভিউ দিচ্ছিলেন Hardik Pandya, মধ্যিখানে ঢুকে পড়ল সে...দেখুন ভিডিও

অনুষ্কার সেই পোস্ট দেখে নিন

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে বিয়ে করেছিলেন ২০২১ জানুয়ারি মাসে তাঁদের ঘর আলো করে জন্মায় কন্যা সন্তান ভামিকা৷ বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ সফরে দুবাই পৌঁছে গেছেন ভামিকা৷ বাবল জীবনে তাঁর ও বিরাট কোহলির প্রেমের ছবি রবিবার শেয়ার করেছিলেন অনুষ্কা শর্মা৷

advertisement

বিরাট ও অনুষ্কা দুজনেই ভামিকার বিভিন্ন ছবি বিভিন্ন সময়ে পোস্ট করেছেন৷ তবে এখনও অবধি পরিষ্কারভাবে ভামিকার মুখ কোনও ছবিতেই দেখা যায়নি৷

এবারের ছবিতেও তার কোনও ব্যতিক্রম হল না৷ এদিকে ভামিকার বাবা যেমন ব্যস্ত টি টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2021) খেলার প্রস্ততিতে ঠিক তেমনিই তাঁর মা অনুষ্কাও ফিরে গেছেন নিজের অভিনয়ের কর্ম দুনিয়ায়৷

আরও পড়ুন - ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির অধীনে দেশে-বিদেশে কাজের সুযোগ! কী ভাবে আবেদন করবেন?

অনুষ্কা শর্মার শেষ অভিনীত ছবি ২০১৮ সালের জিরো৷ তিনি ওটিটি প্ল্যাটফর্মে পাতাললোক ও বুলবুল প্রযোজনা করেছেন৷ অনুষ্কার পরের প্রডোকাশন অনুষ্কা শর্মার Qala৷ এই ছবিতে অভিনয় দুনিয়ায় অভিষেক ঘটাচ্ছেন ইরফান খানের ছেলে বাবিল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার পুরো হৃদয় ট্যাগলাইন দিয়ে Virat ও Vamika-র খেলার ছবি পোস্ট Anushka-র, ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল