TRENDING:

আইনি নোটিশ পেলেন বিরাট-অনুষ্কা !

Last Updated:

রাস্তায় ময়লা ফেলার প্রতিবাদ করার ‘দোষে’ এবার আইনি নোটিশ জুটল দেশের হটেস্ট সেলিব্রিটি কাপলের কপালে ৷ দিন কয়েক আগে মুম্বইয়ের রাস্তায় ময়লা ফেলার পর গাড়ির চালককে ধমক দেওয়া থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাস্তায় ময়লা ফেলার প্রতিবাদ করার ‘দোষে’ এবার আইনি নোটিশ জুটল দেশের হটেস্ট সেলিব্রিটি কাপলের কপালে ৷ দিন কয়েক আগে মুম্বইয়ের রাস্তায় ময়লা ফেলার পর গাড়ির চালককে ধমক দেওয়া থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত ৷ ঘটনার পর উল্টে সোশ্যাল মিডিয়ায় এই তারকা কাপলকেই একহাত নিয়েছিলেন গাড়ির চালকের আসনে থাকা আরহান সিং নামের ওই ব্যাক্তি ৷ তবে জল ঘোলা হওয়ার বাকি ছিল আরও ৷ এবার আর মৌখিক আক্রমণ নয়, বিরুষ্কাকে আইনি নোটিশ পাঠালেন আরহান ৷
advertisement

গত ১৬ জুনের ঘটনা ৷ বিলাসবহুল গাড়ি থেকে এক ব্যাক্তিকে রাস্তায় ময়লা ফেলতে দেখে নিজের গাড়ির কাঁচ নামিয়ে ঘটনাটির প্রতিবাদ করেছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা ৷ সেই ভিডিওটি ফোনে রেকর্ড করেছিলেন বিরাট ৷ ভিডিওটি ট্যুইট করে সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শও দিয়েছিলেন কোহলি ৷ কিন্তু এরপর থেকেই বিতর্কের শুরু৷

advertisement

আরও পড়ুন: স্ত্রীকে ছাড়তে মন চায় না বিরাটের, বিদায়বেলায় অনুষ্কাকে গভীর আলিঙ্গন

বিরুষ্কার পোস্টের পেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন আরহানও ৷ মুম্বইয়ের বাসিন্দা আরহান একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেন, অনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘রোডসাইড পার্সন’৷ ফেসবুকে তাঁর দাবি, ‘আমি গাড়ি চালানোর সময় অসাবধানে রাস্তায় ছোট্ট একটা প্লাস্টিক ফেলি। তারপরেই দেখি একটা গাড়ির কাচ নামিয়ে সুন্দরী অনুষ্কা শর্মা রাস্তার পাগলের মতো চিৎকার করছেন। আমি নিজের অসাবধানতার জন্য ক্ষমা চাইছি। তবে অনুষ্কা শর্মা কোহলিরও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল।’ প্রকাশ্যে এসে ছেলের সমর্থনে মুখ খোলেন আরহানের মা-ও ৷

advertisement

তবে এবার আদালতের নোটিশ পাওয়ার বিষয়টা পৌঁছে গেল আইনের হাতে ৷ তাই এখন এই বিতর্কের বল কোন কোর্টে গড়াবে তা অবশ্য সময়ই বলবে ৷

আরও পড়ুন: ‘অসভ্য’ অনুষ্কা ! ট্যুইটারে নায়িকাকে একহাত নিলেন আরহান সিংয়ের মা

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আইনি নোটিশ পেলেন বিরাট-অনুষ্কা !