স্ত্রীকে ছাড়তে মন চায় না বিরাটের, বিদায়বেলায় অনুষ্কাকে গভীর আলিঙ্গন

Last Updated:
#নয়াদিল্লি: তিনি ১০০ শতাংশ ফিট ৷ এবার নির্দ্বিধায় বিরাট কোহলি উড়ে যেতে পারবেন আয়ারল্যান্ড-ইংল্যান্ডের উদ্দেশ্যে ৷ এর আগে সারের হয়ে কাউন্টি খেলতে পারেননি তিনি, ঘাড়ে ব্যাথার কারণে ৷ সেই নিয়ে বেশ নিন্দার মুখে পড়তে হয় কোহলিকে ৷ লম্বা ছুটি কাটানোর জন্যই এভাবে নিজেকে আনফিট বলছেন বিরাট, এমনও সমালোনার মুখে পড়তে হয় তাঁকে ৷ তবে আজ সেই উত্তর দিয়েছেন ভারতী অধিনায়ক ৷
তিনি জানিয়েছেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে ৯০ শতাংশ ফিটনেস নিয়ে মাঠে নামও বিপজ্জনক ৷ তাই তাঁর এমন সিদ্ধান্ত ৷ কোচ রবি শাস্ত্রীকে পাশে বসিয়ে, সাংবাদিক সম্মেলনে এই বক্তব্যই রাখেন বিরাট ৷ তিনি বরাবরই স্পষ্টবক্তা ৷ যে কোন সমালোনার যোগ্য জবাব দেন, এই মুহূর্তে বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ খেলবে ভারতীয় দল ৷ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫টি টেস্ট ছাড়াও খেলবে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ  ৷
advertisement
advertisement
একদিকে যেমন এই ম্যাচগুলির জন্য আপাতত বাড়ির বাইরে বিরাট, স্ত্রী অনুষ্কাও উড়ে গেলেন ব্যাঙ্ককে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ৷ বিরাটের চোটের কারণে শাপে বরই হল এই দুরন্ত দম্পতির ৷ জিরো ও সুই ধাগার শ্যুটিং সেরে কিছুদিন একসঙ্গে থাকার সুযোগ হল ব্যস্ত দুই তারকার ৷ তাই তো বিদায়বেলায় গভীর আলিঙ্গনরত হলেন বিরুষ্কা ৷ মুহূর্তে ভাইরাল সেই ভিডিও ৷
advertisement

@AnushkaSharma and @virat.kohli clicked at the Mumbai airport today

A post shared by anushka sharma turkey ღ (@anushkasharma.xx) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রীকে ছাড়তে মন চায় না বিরাটের, বিদায়বেলায় অনুষ্কাকে গভীর আলিঙ্গন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement