শ্যুটিং ফ্লোরেই স্বামীর কাঁধের ওপর চড়ে বসলেন সানি লিয়ন !
Last Updated:
দেখুন দেখি কী কাণ্ড ৷ যেখানে সেখানে শুরু ! স্বামী বলে কী ড্যানিয়েলের কোনও মান-সম্মান নেই ?
#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ড ৷ যেখানে সেখানে শুরু ! স্বামী বলে কী ড্যানিয়েলের কোনও মান-সম্মান নেই ? আরে আরে, ইনস্টাগ্রামে সানি আর ড্যানিয়েলের ছবি দেখার পর নিন্দুকেরা রীতিমতো গুঞ্জনে ব্যস্ত ৷ আর সবার মুখে একই কথা, সানির হঠাৎ হল কি? শ্যুটিং ফ্লোরের মাঝেই শুরু করে দিলেন এই সব !
আসলে গপ্পোটা হল, বর ড্যানিয়েলের কাঁধে চেপে ছবি তুলে ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন সানি লিয়ন ৷ আর সেই পোস্ট নিয়েই যত শোরগোল ৷
advertisement
তবে ঠিক ভাবে দেখলে ছবিটার মধ্যে এমন কিছু নেই, যা নিয়ে তর্ক উঠতে পারে ৷ কিন্তু সানির কপাল ! কিছুদিন আগেও তো ফাদার্স ডে-তে সানি ও ড্যানিয়েল মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়ে ছিলেন সানি লিয়ন ৷
advertisement
সানি পোস্টে লিখলেন, ‘শ্যুটিংয়ে প্রচুর খাটনি হয় ৷ আর গোটা টিম, শ্যুটিংয়ের পর একটু আনন্দে মেতে ওঠে৷ এটাই শ্যুটিং থেকে পাওয়া বড় প্রাপ্তি ! ’
Location :
First Published :
June 22, 2018 4:16 PM IST