আরও পড়ুনজামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে JNU,দিল্লি পুলিশের সদরদফতর ঘেরাও পড়ুয়াদের
advertisement
অভিনেতা হিসেবে সমাজের প্রতি এক বাড়তি দায়িত্ব থারে এদের৷ কারণ অভিনেতাদের যে কোনও পদক্ষেপ প্রভাব ফেলে সাধারণের মনে৷ সেখানে দাঁড়িয়ে এমন একটি ছাত্র পেটানোর ভিডিও কীভাবে পছন্দ করলেন তিনি? এমনিতে নানা সমাজিক সমস্যা নিয়ে ছবি তৈরি করে নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করেছেন অক্ষয়৷ সেই অভিনেতা কিনা এমন ছবি পছন্দ করলেন? তবে অক্ষয় পরে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেছেন যে ভুল করে এই ভিডিওতে তিনি লাইক করেছিলেন৷ ঘটনার গুরুত্ব বুঝে পরে যদিও তিনি পোস্টটি আনলাইক করেন৷
আরও পড়ুনরবিবার ছবি নিয়ে অকপট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন বিশেষ সাক্ষাৎকার
এর জন্য পরে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন৷ অক্ষয় আরও জানিয়েছেন যে পুলিশের এমন ব্যবহার তিনি কোনওভাবে সমর্থন করেন না৷ তবে অক্ষয়ের এই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর চর্চা হয়েছে৷ অনেকেই অক্ষয়ের এই ভুল-এর কটাক্ষও করেছে৷
জামিয়ার আঁচ পড়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷ জামিয়ার পড়ুয়াদের সমর্থনে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করেন জেএনইউ-র পড়ুয়ারা৷ এই সব ঘটনার৷