তাও চিনতে পারছেন না? বর্তমানে এই ছোট্ট মেয়ে পেশায় অভিনেত্রী ও গায়িকা। পাশাপাশি তাঁর রসবোধও দর্শকদের পছন্দ। পঞ্জাবের এই অভিনেত্রী আজ হিন্দি টেলিভিশনের অন্যতম আকর্ষণ। কিছু দিন আগেই বলিউডের নামজাদা ফোটোগ্রাফার ডাব্বু রাত্নানি তাঁকে নিয়ে ফোটোশ্যুট করেছেন। বিগবসের ঘর থেকে প্রথম জনপ্রিয়তা পান এই মেয়ে।
আরও পড়ুন- মায়ের কষ্ট দেখে পুরুষদের ঘৃণা করতেন! ভারতীর শৈশবের কাহিনি চোখে জল আনবে
advertisement
বিগবসের ঘরে প্রথমে পঞ্জাব কি ক্যাটরিনা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কারণ ক্যাটরিনার সঙ্গে নাকি তাঁর মুখের মিল রয়েছে। তবে আজ তিনি নিজের পরিচয়ে পরিচিত। তিনি শেহনাজ গিল। শেহনাজ নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে শেহনাজ লিখেছেন, "যখন সব কিছু খুব সুন্দর ছিল। জীবন খুব সাধারণ ছিল।"
শেহনাজের অনুরাগীর সংখ্যা কম নয়। অভিনেত্রী তথা গায়িকার সৌন্দর্য ও মিষ্টি স্বভাব পছন্দ দর্শকদের। আর এই ছবি দেখে শেহনাজের (Shehnaaz Gill) প্রতি আরও একবার মুগ্ধ হলেন অনুরাগীরা। প্রসঙ্গত, শেহনাজ গিল প্রথম পরিচিতি পান বিগবস ১৩ থেকে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রসায়ন পছন্দ হয় দর্শকদের। তার পর থেকে সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু গত বছর সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। প্রচারের আলো থেকে দূরে সরে গিয়েছিলেন শেহনাজ। ফের ছন্দে ফিরছেন অভিনেত্রী (Shehnaaz Gill)।