নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে বরুণ লিখেছেন যে, আমি এখন কেমন বোধ করছি, সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আর এই খবরটা দেখার পর সকলে কী অনুভব করছেন, সেটাও আন্দাজ করতে পারছি। আমি আশা করি যে, আমরা সকলে এটা ভুলে এগিয়ে যাব না। আসলে জীবন এত দ্রুত গতিতে ছুটছে যে, তার থেকে আমি শুধু একটা মুহূর্ত বার করে নিয়ে আমার ভালবাসার মানুষগুলির নিরাপত্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আহমেদাবাদ শহরের প্রত্যেকের জন্য রইল শুধুই প্রার্থনা আর প্রার্থনা।
advertisement
তবে আগেও অবশ্য অভিনেতা একটি আবেগঘন বার্তা ভাগ করে নিয়েছিলেন। দুর্ভাগ্যজনক এই ঘটনায় বলি হওয়া সমস্ত পরিবারের জন্য রইল প্রার্থনা। হৃদয়বিদারক ঘটনা।
বরুণের পাশাপাশি অন্যান্য বি-টাউনের তারকারাও এই বিমান দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া এবং শোকবার্তা জানিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পোস্ট করে লিখেছেন যে, আজ আহমেদাবাদের বাইরে এয়ার ইন্ডিয়া উড়ানের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোকস্তব্ধ। এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাতুর প্রতিটি ব্যক্তির জন্য আমার হৃদয় যেন ভেঙে খানখান হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য এই কঠিন সময়ে সকলকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।
শাহিদ কাপুর লিখেছেন, হৃদয়বিদারক খবর। এমনকী এই যন্ত্রণা কল্পনা করার ক্ষমতাও নেই। ভাষা হারিয়ে ফেলছি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি রইল আমার হৃদয়ের গভীর সমবেদনা।
বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার উড়ান AI-171 বিজে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের কাছে ভেঙে পড়ে। ওই উড়ানে ছিলেন ১০ জন বিমানকর্মী-সহ ২৪২ জন আরোহী। এই আরোহীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পোর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী। এই খবরে শিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।