সূত্রের খবর, ডেঙ্গিতে আক্রান্ত সলমন। শ্যুটিংয়ে যেতে পারছে না। আপাতত শারীরিক ভাবে অত্যন্ত কাবু। গত চার-পাঁচ দিন ধরে। চিকিৎসক তাঁকে পরামর্শ দিয়েছেন, সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। আপাতত শ্যুটিংয়ে বেরোনো যাবে না। তাই এই শনিবার এবং রবিবার তাঁর পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
আরও পড়ুন: ভক্তদের জন্য বড় ধাক্কা! বিরাট কারণে মাঝপথেই বিগ বস ছাড়লেন সলমন!
advertisement
আরও পড়ুন: গোঁফ-লোমে ভর্তি মুখ, পিরিয়ডের ব্যথায় ছটফটানি, ওভারির রোগ নিয়ে অকপট অর্জুনের বোন
'কিসি কি ভাই কিসি কা জান' ছবির শ্যুটিং চলছিল সলমনের গত দুই সপ্তাহ ধরে। সেখান থেকেও বিরতি নিয়েছেন ভাইজান। সলমন ছাড়াই শ্যুটিং চলছে।
প্রসঙ্গত, করণ এই রিয়্যালিটি শো-এ প্রথম বার পা রাখছেন না। গত বছর 'বিগ বস ওটিটি'-র প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন পরিচালক। এবার দু'টি পর্বের জন্য আবারও সেই রিয়্যালিটি শো-তে দেখা যাবে তাঁকে।