TRENDING:

Salman Khan: এ কী অবস্থা! জিম করতে করতে কী হল সলমনের, ট্যুইটার পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

Salman Khan: সম্প্রতি ট্যুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সলমন খান৷ যেখানে ভাইজানকে জিমের মধ্যে বেশ বিধস্ত অবস্থায় দেখা গেছে৷ হঠাৎ কী এমন হল সলমনের, তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে অভিনেতার। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ ভাইজান। ফের নয়া ছবি পোস্ট করে ভক্তদের চিন্তায় ফেলে দিলেন সলমন খান৷
এ কী অবস্থা! জিম করতে করতে কী হল সলমনের, ট্যুইটার পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
এ কী অবস্থা! জিম করতে করতে কী হল সলমনের, ট্যুইটার পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
advertisement

সম্প্রতি ট্যুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সলমন খান৷ যেখানে ভাইজানকে জিমের মধ্যে বেশ বিধস্ত অবস্থায় দেখা গেছে৷ যা দেখে ভক্তরা বেশ চমকে গিয়েছেন৷ হঠাৎ কী এমন হল সলমনের, তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷ ছবিতে দেখা যাচ্ছে জিমের মধ্যে চেয়ারে বসে ঢগঢগ করে জল পান করছেন সলমন খান৷ ধূসর রঙের শর্টস এবং কালো রঙের টি-শার্ট পরে বসে রয়েছেন সলমন খান৷ এই ছবি দেখেই চিন্তায় পড়েছেন ভক্তরা৷

advertisement

বিষয়টা একটু খোলসা করে বলা যাক, পায়ের এক্সারসাইজ করতে করতেই ক্লান্ত হয়ে পড়েছেন সলমন খান৷ আসলে আজ ছিল লেগস ডে৷ এক্সারসাইজ করতে করতেই এই অবস্থা হয়েছে সলমনের৷ পায়ের এক্সারসাইজ করতে গিয়ে ঠিক কী অবস্থা হয়, তা জিম প্রেমীরা ভালই জানেন৷ সলমনের সঙ্গেও ঠিক এমনটা হয়েছে৷ বয়স ৫৭ হলেও ফিটনেসে তিনি কতটা পারফেক্ট তা সকলেই জানেন৷ অভিনেতার ফিটনেস দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে৷ সলমনের এই পোস্ট মুহূর্তে চমকে দিয়েছে ভক্তদের৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷

advertisement

আরও পড়ুন-সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা

আরও পড়ুন- 'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একজন লিখেছেন-'তোমার মতো কেউ হতে পারবে না'৷ কেউ আবার লিখেছেন-'লেগ ডে-র দিন এই হাল সকলেরই হয়'৷ তবে সলমনের পায়ের মাসেল সকলেরই নজর কেড়েছে৷ চলতি বছরের ঈদের দিন মুক্তি পেতে চলেছে সলমন খানের সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'৷ সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন সলমন৷ ট্রোলাররা দাবিতে বলেছিলেন তার এই অ্যাবস ভিএফএক্স-এ বানানো হয়েছে ৷ শার্ট খুলে মোক্ষম জবাব দিয়েছিলেন তিনি৷ এবার জিম থেকে ছবি পোস্ট করে মেহনতের ফল হাতে-কলমে দেখালেন সলমন খান৷ সলমনের এই ছবিতে সহ অভিনেতারাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: এ কী অবস্থা! জিম করতে করতে কী হল সলমনের, ট্যুইটার পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল