সম্প্রতি ট্যুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সলমন খান৷ যেখানে ভাইজানকে জিমের মধ্যে বেশ বিধস্ত অবস্থায় দেখা গেছে৷ যা দেখে ভক্তরা বেশ চমকে গিয়েছেন৷ হঠাৎ কী এমন হল সলমনের, তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷ ছবিতে দেখা যাচ্ছে জিমের মধ্যে চেয়ারে বসে ঢগঢগ করে জল পান করছেন সলমন খান৷ ধূসর রঙের শর্টস এবং কালো রঙের টি-শার্ট পরে বসে রয়েছেন সলমন খান৷ এই ছবি দেখেই চিন্তায় পড়েছেন ভক্তরা৷
advertisement
বিষয়টা একটু খোলসা করে বলা যাক, পায়ের এক্সারসাইজ করতে করতেই ক্লান্ত হয়ে পড়েছেন সলমন খান৷ আসলে আজ ছিল লেগস ডে৷ এক্সারসাইজ করতে করতেই এই অবস্থা হয়েছে সলমনের৷ পায়ের এক্সারসাইজ করতে গিয়ে ঠিক কী অবস্থা হয়, তা জিম প্রেমীরা ভালই জানেন৷ সলমনের সঙ্গেও ঠিক এমনটা হয়েছে৷ বয়স ৫৭ হলেও ফিটনেসে তিনি কতটা পারফেক্ট তা সকলেই জানেন৷ অভিনেতার ফিটনেস দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে৷ সলমনের এই পোস্ট মুহূর্তে চমকে দিয়েছে ভক্তদের৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
আরও পড়ুন-সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা
আরও পড়ুন- 'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত
একজন লিখেছেন-'তোমার মতো কেউ হতে পারবে না'৷ কেউ আবার লিখেছেন-'লেগ ডে-র দিন এই হাল সকলেরই হয়'৷ তবে সলমনের পায়ের মাসেল সকলেরই নজর কেড়েছে৷ চলতি বছরের ঈদের দিন মুক্তি পেতে চলেছে সলমন খানের সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'৷ সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন সলমন৷ ট্রোলাররা দাবিতে বলেছিলেন তার এই অ্যাবস ভিএফএক্স-এ বানানো হয়েছে ৷ শার্ট খুলে মোক্ষম জবাব দিয়েছিলেন তিনি৷ এবার জিম থেকে ছবি পোস্ট করে মেহনতের ফল হাতে-কলমে দেখালেন সলমন খান৷ সলমনের এই ছবিতে সহ অভিনেতারাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷