হোম /খবর /বিনোদন /
সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা

Priyanka Chopra: সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা

সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা

সমলিঙ্গে আকর্ষণ প্রিয়াঙ্কার, সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন অদ্ভুত গোপন কথা

Priyanka Chopra: করণের শো -তে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। সেখানেই সমপ্রেম নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন করণ। তিনি বলেন, 'তোমার কি সমলিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে?' প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরে হ্যাঁ বলতেই বাকরুদ্ধ হয়ে যান পরিচালক।

আরও পড়ুন...
  • Share this:

মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া ও করণ জোহরকে নিয়ে জোরদার চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই৷ দিনকয়েক আগেই নাম না নিয়ে করণ জোহরকে তীব্র আক্রমণ করেছিলেন প্রিয়াঙ্কা, তা প্রায় সকলেই বুঝেছিলেন। তবে ঘটনার কয়েকদিন পর দেশে ফিরেই পুরো অন্য রূপে প্রিয়াঙ্কাকে দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। আম্বানিদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও করণের আলিঙ্গন দেখে অবাক হয়ে গিয়েছিল নেটপাড়ার একাংশ। এই জল্পনার মধ্যেই আবার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়,যা এখন নেটদুনিয়ার হটকেক।

করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন ঠিকই, তবে যে যাই বলুক না কেন নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। অল্পদিনের মধ্যেই জমে উঠেছে 'কফি উইফ করণ'। তেমনই করণের শো -তে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। সেখানেই সমপ্রেম নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন করণ। তিনি বলেন, 'তোমার কি সমলিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে?' প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরে হ্যাঁ বলতেই বাকরুদ্ধ হয়ে যান পরিচালক। এই উত্তর দিতে একটুও লজ্জাবোধ করেননি প্রিয়ঙ্কা, যা আরও বেশি হতবাক করেছিল সকলকে। মুহূর্তের মধ্যে এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন-নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম

আরও পড়ুন-বিয়ের জল্পনা তুঙ্গে, এর মধ্যেই গভীর রাতে কোথায় চললেন মালাইকা-অর্জুন

ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন দীপিকা ও প্রিয়াঙ্কা। আচমকাই করণের কিছু পরিবর্তন দেখে টিপ্পনি কেটে দীপিকা বলেন, 'তুমি কেন তোমার হাঁটুতে হাত দিচ্ছো?' তারপর আরও বলেন, 'একই লিঙ্গের মানুষদের পছন্দ করা কোনও ক্রাইম নয়।' পাল্টা প্রিয়াঙ্কা বলেন, 'এমন প্রস্তাব এর আগেও পেয়েছি।' এনকাউন্টার শুনেই প্রিয়াঙ্কা আরও বলেন, 'একটি নাইট ক্লাবে কয়েক বছর আগেই এমন ঘটনা ঘটেছিল। তবে আমি তাঁকে পাত্তা দিই নি।'

Published by:Riya Das
First published:

Tags: Bollywood Actress, Karan johar, Priyanka Chopra