একফ্রেমে বলিউডের দুই খান৷ যা খুবই বিরল৷ বলিউডের খানদের মধ্যে সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখা গেলেও আমিরকে খুব একটা এখন আর দেখা যায় না৷ তবে এবারের ইদে বড় চমক দিলেন ভাইজান৷ দুই তারকার যুগলবন্দি দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা৷ এটাই হল এবারের ভাইজানের দেওয়া ভক্তদের ইদের উপহার৷ দেখে নিন ছবিটি,
advertisement
আরও পড়ুন-ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়
আরও পড়ুন-'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের
সলমন খান সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে আমির খানের সঙ্গে একটি দুর্লভ ছবি শেয়ার করেছেন নিজের টুইটারে৷ কালো প্যান্ট, কালো শার্টে ইদের দিন ধরা দিয়েছেন ভাইজান৷ আমির খানকে নীল রঙের টি-শার্টে দেখা গিয়েছে৷ ক্যাপশনে লেখা- 'চাঁদ মোবারক'৷ দাবাং খানের এই ছবিতে ইদের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ তেমনই সলমন-আমিরের এই ছবিই এখন নেটদুনিয়ায় হটকেক৷ উল্লেখ্য, 'আন্দাজ আপনা আপনা' ছবির পর এত বছর কেটে গেলে এখনও পর্যন্ত বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদেরকে৷ শোনা যাচ্ছে, এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই সুপারস্টার৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সলমন খান এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন আমির খান৷ ২০২৩ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায় নি৷ গতকাল ইদেই মুক্তি পেয়েছে ভাইজানের 'কিসি কি ভাই, কিসি কা জান' ছবিটি৷ বিশ্বব্যাপী ৫৭০০ টিরও বেশি স্ক্রিন মুক্তি পেয়েছে ফরহাদ সামজির এই ছবি৷