TRENDING:

Salman-Aamir Eid Celebration:'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক

Last Updated:

Salman-Aamir Eid Celebration:চলতি বছর ইদ একসঙ্গে উদযাপন করলেন সলমন ও আমির খান৷ বলিউডের মি. পারফেকশনিস্টের সঙ্গে ইদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সারা ভারত জুড়ে খুশির ইদ৷ গতকাল শুক্রবারই দেখা গেছে ইদের চাঁদ৷ এক মাস টানা রোজার পর শনিবার ইদ উদযাপন৷ মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন৷ তেমনই বলি  তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ চলতি বছর ইদ একসঙ্গে উদযাপন করলেন সলমন খান ও আমির খান৷ বলিউডের মি. পারফেকশনিস্টের সঙ্গে ইদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান৷
'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
advertisement

একফ্রেমে বলিউডের দুই খান৷ যা খুবই বিরল৷ বলিউডের খানদের মধ্যে সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখা গেলেও আমিরকে খুব একটা এখন আর দেখা যায় না৷ তবে এবারের ইদে বড় চমক দিলেন ভাইজান৷ দুই তারকার যুগলবন্দি দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা৷ এটাই হল এবারের ভাইজানের দেওয়া ভক্তদের ইদের উপহার৷ দেখে নিন ছবিটি,

advertisement

আরও পড়ুন-ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

আরও পড়ুন-'ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!' ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সলমন খান সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে আমির খানের সঙ্গে একটি দুর্লভ ছবি শেয়ার করেছেন নিজের টুইটারে৷ কালো প্যান্ট, কালো শার্টে ইদের দিন ধরা দিয়েছেন ভাইজান৷ আমির খানকে নীল রঙের টি-শার্টে দেখা গিয়েছে৷ ক্যাপশনে লেখা- 'চাঁদ মোবারক'৷ দাবাং খানের এই ছবিতে ইদের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ তেমনই সলমন-আমিরের এই ছবিই এখন নেটদুনিয়ায় হটকেক৷ উল্লেখ্য, 'আন্দাজ আপনা আপনা' ছবির পর এত বছর কেটে গেলে এখনও পর্যন্ত বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদেরকে৷ শোনা যাচ্ছে, এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই সুপারস্টার৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সলমন খান এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন আমির খান৷ ২০২৩ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায় নি৷ গতকাল ইদেই মুক্তি পেয়েছে ভাইজানের 'কিসি কি ভাই, কিসি কা জান' ছবিটি৷ বিশ্বব্যাপী ৫৭০০ টিরও বেশি স্ক্রিন মুক্তি পেয়েছে ফরহাদ সামজির এই ছবি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman-Aamir Eid Celebration:'চাঁদ মোবারক!' আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল