TRENDING:

বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ঘরবন্দি! ৫৪ বছরের বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন 'না ফেরার দেশে'!

Last Updated:

Bollywood Actor Death: বলিউড অভিনেতা মুকুল দেব ২৩ মে প্রয়াত হয়েছেন। 'Son of Sardaar' ছবিতে অভিনয় করেছিলেন তিনি. মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর সহ-অভিনেতা বিন্দু দারা সিং ও বন্ধু দীপশিখা নাগপাল শোক প্রকাশ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বাবা-মায়ের মৃত্যুর পরে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে, ঘর থেকেও বেরোতেন না! বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন না ফেরার দেশে! বলিউডের ‘Son of Sardaar’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করা অভিনেতা মুকুল দেব আর নেই। ২৩ মে প্রয়াত হয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন আইসিইউ-তে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি রেখে গেলেন তাঁর ভাই অভিনেতা রাহুল দেবকে।
বাবা-মায়ের মৃত্যুর পরে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে, ঘর থেকেও বেরোতেন না! বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন না ফেরার দেশে!
বাবা-মায়ের মৃত্যুর পরে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে, ঘর থেকেও বেরোতেন না! বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন না ফেরার দেশে!
advertisement

মুকুল দেবের সহ-অভিনেতা বিন্দু দারা সিং, যিনি ‘Son of Sardar’-এ তাঁর সঙ্গে কাজ করেছিলেন, তিনি এই দুঃসংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন,

“মুকুলকে আর বড় পর্দায়  দেখা যাবে না—ভাবতেই কষ্ট হচ্ছে। মা-বাবার মৃত্যুর পর থেকে ও একেবারে গুটিয়ে গিয়েছিল। কারও সঙ্গে দেখা করত না, ঘরের বাইরে বেরোত না। শেষ কয়েক দিনে ওর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি ছিল। রাহুল এবং ওকে চেনা-ভালবাসা করা সকলের প্রতি রইল আমার সমবেদনা। ও অসাধারণ একজন মানুষ ছিল। আমরা সবাই ওকে মিস করব।”

advertisement

১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!

রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?

মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,

advertisement

“মুকুল কোনওদিনই কারও সঙ্গে নিজের স্বাস্থ্যের কথা শেয়ার করত না। আমাদের বন্ধুবান্ধবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রায়ই কথা হত। আজ সকালে ঘুম থেকে উঠে যখন ওর মৃত্যুর খবর পেলাম, তখন থেকেই ওকে ফোন করছি, ভেবেছিলাম ও-ই ধরবে…”—এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত অভিনেতা নীল নিতিন মুকেশও। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন:

advertisement

“প্রিয় মুকুলের এইভাবে এত তাড়াতাড়ি চলে যাওয়ার খবরে ভীষণ মন খারাপ। অসাধারণ এক অভিনেতা এবং দারুণ একজন মানুষ ছিলেন তিনি। আমার গভীর সমবেদনা রইল @RahulDevRising, @mugdhagodse267 এবং গোটা পরিবারকে। এই কঠিন সময়ে ঈশ্বর আপনাদের সকলের সঙ্গে থাকুন।

ওম শান্তি।

Really upset with the sad news of dear Mukul leaving us so soon. A powerhouse performer and a lovely person. My deepest condolences to @RahulDevRising @mugdhagodse267 and the entire family. God be with you all during these tough times. 🙏🏻🙏🏻🙏🏻. Om Shanti. pic.twitter.com/48ARopc9vk

advertisement

— Neil Nitin Mukesh (@NeilNMukesh) May 24, 2025

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব। প্রতিভাবান এই অভিনেতার কেরিয়ার প্রায় তিন দশকজুড়ে বিস্তৃত ছিল, এবং তিনি একাধিক চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। সহজাত আকর্ষণ ও অভিনয়ের বৈচিত্র‍্যে পারদর্শী মুকুল দেব হিন্দি, পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা ও মালায়ালম সিনেমা-সহ টেলিভিশনেও রেখে গিয়েছেন তাঁর শক্তিশালী ছাপ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ঘরবন্দি! ৫৪ বছরের বলিউড অভিনেতা শেষে নিজেও চলে গেলেন 'না ফেরার দেশে'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল