এক সংবাদমাধ্যমের কাছে পরবীনা বলছেন, "পরিবার সবসময়ে আমার পাশে থেকেছে। কয়েকজন বন্ধুও আছে আমার যাদের পাশে পাই। যতদিন না আমার শরীর স্বাস্থ্য ঠিক হচ্ছে, ঠিক সেই কটা দিনের জন্যই আর্থিক সাহায্য চাই। আমি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই। প্রযোজনা সংস্থাগুলিকে আমায় কাজ দেওয়ার জন্য অনুরোধ করছি।"
আমির খানের (Aamir Khan) কাছে সাহায্য চেয়েছেন পরবীনা। তিনি বলছেন, "আমার কাজ দরকার। আমির ভাইকে বলেছি কাজ দেওয়ার কথা। আমির ভাই আমার শরীর খারাপের ব্যাপারে জানে না। তিনি যদি জানতেন নিশ্চয়ই আমায় সাহায্য করতেন। কারণ লগানের সময় থেকেই সহঅভিনেতাদের তিনি সাহায্য করেছেন। যেমন শ্রী বল্লভ ব্যাসকে সাহায্য করেছেন তিনি। আমি শুধু তাঁর কাছে অনুরোধ করছি, নিজের অফিসে আমায় একটা কাজ দিন।"
advertisement
আরও পড়ুন - সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন
২০১৮ সালে মৃত্যু হয় শ্রী বল্লভ ব্যাসের। মৃত্যুর পরে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আমির খান (Aamir Khan)। প্রসঙ্গত, পরবীনা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সিনে টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন থেকে সাহায্য পেয়েছেন গত বছর। এছাড়াও অক্ষয় কুমারও তাঁকে সাহায্য করেছিলেন। এবছর সোনু সুদের থেকেও ত্রাণ পেয়েছেন তিনি।
উল্লেখ্য, এই মুহূর্তে আমির খান তাঁর আসন্ন ছবি লাল সিং চড্ডা নিয়ে ব্যস্ত। হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের অনুপ্রেরণায় তৈরি এই ছবি। তাঁর বিপরীতে অভিনয় করছেন করিনা কাপুর। এর আগে করিনার সঙ্গে তালাশ ও থ্রি ইডিয়টস ছবিতে অভিনয় করেছেন আমির খান।
আরও পড়ুন- 'আমি ভেঙে পড়েছি, টাকার প্রয়োজন খুব', চরম অর্থসংকটে অমিতাভের 'অগ্নিপথ'-এর এই সহ-অভিনেতা!