Bappi Lahiri: সত্যিই কি কণ্ঠ হারিয়েছেন বাপ্পি লাহিড়ী? এবার খোদ বর্ষীয়ান গায়ক মুখ খুললেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bappi Lahiri: কিছুদিন আগেই খবর ছড়ায়, বর্ষীয়ান গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী তাঁর কন্ঠ হারিয়েছেন। এই খবরে দুঃখ প্রকাশ করেন তাঁর অনুরাগীরা।
#মুম্বই: কিছুদিন আগেই খবর ছড়ায়, বর্ষীয়ান গায়ক তথা সুরকার বাপ্পি লাহিড়ী তাঁর কন্ঠ হারিয়েছেন। এই খবরে দুঃখ প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। কিন্তু আদৌ এই জল্পনা কি সত্যি? এ বিষয়ে এবার মুখ খুললেন খোদ বাপ্পি লাহিড়ী। বর্ষীয়ান গায়ক এই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিলেন। জানালেন, তিনি ভালো আছেন।
এক সংবাদমাধ্যমের কাছে বাপ্পি লাহিড়ী বলেছেন, "আমি সত্যিই অবাক এই দেখে যে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে আমি নাকি আমার কন্ঠ হারিয়ে ফেলেছি। এটা সত্যি হাস্যকর আর আমি খুব দুঃখ পেয়েছি। তিন দিন আগেই একটি তথ্যচিত্রের জন্য নাতির সঙ্গে শ্যুটিং করছিলাম। আমি কী করে খারাপ থাকি আর কন্ঠহীনই বা হলাম কোথা থেকে!"
advertisement
তিনি আরও বলেছেন, "আমি ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এরকম অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। আমার সামান্য কাশি হয়েছিল। সেটার জন্য আমি সিরাপ ও ট্যাবলেট খাচ্ছি। এটা একটা ছোট ব্যাপার আর এখন আমি আগের থেকে ভালো আছি।" একটি রেকর্ডিং চলাকালীন তার ফাঁকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাপ্পি লাহিড়ী।
advertisement
advertisement
বহুদিন ধরেই জল্পনা চলছে যে বাপ্পি লাহিড়ীর হাতে কাজ নেই। কিন্তু তিনিই জানান, তাঁর হাতে রয়েছে বহু কাজ। বর্ষীয়ান শিল্পী বলছেন, "আমি এর মধ্যেই তিনটি গানে সুর করেছি এবং গেয়েছি। এর মধ্যে একটি হলো, 'গণপতি বাপ্পা মরিয়া' যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও দুর্গা পূজার জন্য একটি গান গেয়েছি। দু'দিন আগেই একটা বাংলা ছবির গান রেকর্ড করেছি। এই গানগুলিতে ফিচার করেছেন আরমান মালিক, আলিশা চিনাই, আদিত্য নারায়ণ, শান এবং আমি। আমার ভক্তরাই আমার কাছে ভগবান। তাঁদের আশীর্বাদ এবং গণপতি বাপ্পার কৃপায় আমি একদম ঠিক আছি।"
advertisement
এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। খবর ছড়ায়, তারপর থেকেই তিনি ভালো নেই। আর সম্প্রতি রটে যায় যে, তিনি নাকি কণ্ঠ হারিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বাপ্পি লাহিড়ী লিখেছেন, "কিছু মিডিয়া আমার স্বাস্থ্য সম্পর্কে ভুল খবর রটিয়ে বেড়াচ্ছে যা শুনে আমার মন ভেঙে গিয়েছে। আমার ভক্তদের এবং শুভাকাঙ্খীদের কৃপায় আমি একদম ঠিক আছি।"
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 8:46 PM IST