Durga Puja 2021 | Fashion: শাড়ির সঙ্গে রকমারি ব্লাউজেই বাজিমাত! পুজোয় নজর কাড়তে সাজুন এই ৮ জন টলি তারকার মতো

Last Updated:
Durga Puja 2021 | Fashion: শাড়ির সঙ্গে যদি মানানসই ব্লাউজ না থাকে পুরো সাজটাই মাটি। তাই টলিপাড়ার ডিভারা শাড়ির থেকেও ব্লাউজ নির্বাচনে বিশেষ নজর দেন এখন।
1/10
পুজো মানেই ফ্যাশনে থাকবে শাড়ি।  শাড়ি পরতে পছন্দ করেন না এমন বঙ্গ নারী ধরাধামে বেশ বিরল।  আর পুজোর সময় টানা পাঁচদিন শাড়ি পরার ছুতো পাওয়া কি আর হাতছাড়া করা যায়?   তবে শুধুই কি শাড়ি? বরং শাড়ির সঙ্গে যদি মানানসই ব্লাউজ না থাকে পুরো সাজটাই মাটি।  তাই টলিপাড়ার ডিভারা  শাড়ির থেকেও ব্লাউজ নির্বাচনে বিশেষ নজর দেন এখন। ইউনিক ধরনের ব্লাউজে নিজেদের সাজিয়ে তোলেন টলি নায়িকারা। আপনিও এবার পুজোয় ব্লাউজেই বাজিমাত করতে পারেন।
পুজো মানেই ফ্যাশনে থাকবে শাড়ি। শাড়ি পরতে পছন্দ করেন না এমন বঙ্গ নারী ধরাধামে বেশ বিরল। আর পুজোর সময় টানা পাঁচদিন শাড়ি পরার ছুতো পাওয়া কি আর হাতছাড়া করা যায়? তবে শুধুই কি শাড়ি? বরং শাড়ির সঙ্গে যদি মানানসই ব্লাউজ না থাকে পুরো সাজটাই মাটি। তাই টলিপাড়ার ডিভারা শাড়ির থেকেও ব্লাউজ নির্বাচনে বিশেষ নজর দেন এখন। ইউনিক ধরনের ব্লাউজে নিজেদের সাজিয়ে তোলেন টলি নায়িকারা। আপনিও এবার পুজোয় ব্লাউজেই বাজিমাত করতে পারেন।
advertisement
2/10
১) রুক্মিণী মৈত্র- ‌‌টলিপাড়ার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী রুক্মিণী। টানটান চেহারার দীর্ঘাঙ্গী অভিনেত্রীকে যে কোনও পোশাকেই মানায়। পার্টি ওয়্যার হিসেবে  শাড়ি পরতে চাইলে রুক্মিণীর এই দুটি লুক ফলো করতে পারেন। অথবা নবমীর রাতেও এমন সাজে আপনি মণ্ডপের ডিভা হয়ে উঠতে পারবেন।
১) রুক্মিণী মৈত্র- ‌‌টলিপাড়ার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী রুক্মিণী। টানটান চেহারার দীর্ঘাঙ্গী অভিনেত্রীকে যে কোনও পোশাকেই মানায়। পার্টি ওয়্যার হিসেবে শাড়ি পরতে চাইলে রুক্মিণীর এই দুটি লুক ফলো করতে পারেন। অথবা নবমীর রাতেও এমন সাজে আপনি মণ্ডপের ডিভা হয়ে উঠতে পারবেন।
advertisement
3/10
২) তনুশ্রী চক্রবর্তী- যাঁরা একটু ট্রেন্ডি লুক পছন্দ করেন তাঁরা এই সাজে সেজে উঠতে পারেন। যে কোনও শিফন ট্রেন্ডি শাড়ির সঙ্গে এমন কোল্ড শোল্ডার ব্লাউজ নজর কাড়বে। ব্লাউজের নেক লাইন ও স্লিভের বিশেষত্ব নজর কেড়েছে। তবে এর সঙ্গে চুল ও মেকআপও রাখতে হবে মানানসই।
২) তনুশ্রী চক্রবর্তী- যাঁরা একটু ট্রেন্ডি লুক পছন্দ করেন তাঁরা এই সাজে সেজে উঠতে পারেন। যে কোনও শিফন ট্রেন্ডি শাড়ির সঙ্গে এমন কোল্ড শোল্ডার ব্লাউজ নজর কাড়বে। ব্লাউজের নেক লাইন ও স্লিভের বিশেষত্ব নজর কেড়েছে। তবে এর সঙ্গে চুল ও মেকআপও রাখতে হবে মানানসই।
advertisement
4/10
৩) পার্নো মিত্র- লং পাফ স্লিভ ব্লাউজ এখন ফ্যাশনে ইন। এর সঙ্গে সাজ ও মেকআপ কম রাখলেই ভালো। যে কোনও ফর্মাল পার্টিতে এই লুক ট্রাই করতে পারেন আপনিও। অথবা ষষ্ঠীর সকালে এই সাজ নজর কাড়বে।
৩) পার্নো মিত্র- লং পাফ স্লিভ ব্লাউজ এখন ফ্যাশনে ইন। এর সঙ্গে সাজ ও মেকআপ কম রাখলেই ভালো। যে কোনও ফর্মাল পার্টিতে এই লুক ট্রাই করতে পারেন আপনিও। অথবা ষষ্ঠীর সকালে এই সাজ নজর কাড়বে।
advertisement
5/10
৪) মনামী ঘোষ- টলিপাড়ার ফ্যাশনিস্তা মনামী। গোলাপি শিফন শাড়ির সঙ্গে টিউব সিকুইনড ব্লাউজ খুবই আকর্ষণীয়। পুজোয় যে কোনও পার্টিতে এই লুক ট্রাই করতে পারেন। পরিস্থিতি বুঝে এমনই একটি কেপ শাড়ির উপরে চাপিয়ে নিতে পারেন। হেয়ার ও মেক আপ যেন এমনই পরিচ্ছন্ন হয়।
৪) মনামী ঘোষ- টলিপাড়ার ফ্যাশনিস্তা মনামী। গোলাপি শিফন শাড়ির সঙ্গে টিউব সিকুইনড ব্লাউজ খুবই আকর্ষণীয়। পুজোয় যে কোনও পার্টিতে এই লুক ট্রাই করতে পারেন। পরিস্থিতি বুঝে এমনই একটি কেপ শাড়ির উপরে চাপিয়ে নিতে পারেন। হেয়ার ও মেক আপ যেন এমনই পরিচ্ছন্ন হয়।
advertisement
6/10
৫) কনীনিকা বন্দ্যোপাধ্যায়- সপ্তমীর সকালে এই দুটি লুক ট্রাই করতে পারেন। সুতির শাড়ির সঙ্গে এমন হাতায় প্লিট করা ব্লাউজ এখন ইন। অথবা এমন চেকসে শার্ট প্যাটার্নের ব্লাউজ পরুন। সঙ্গে জাঙ্ক জুয়েলরিস পরে সাজ সম্পূর্ণ করুন।
৫) কনীনিকা বন্দ্যোপাধ্যায়- সপ্তমীর সকালে এই দুটি লুক ট্রাই করতে পারেন। সুতির শাড়ির সঙ্গে এমন হাতায় প্লিট করা ব্লাউজ এখন ইন। অথবা এমন চেকসে শার্ট প্যাটার্নের ব্লাউজ পরুন। সঙ্গে জাঙ্ক জুয়েলরিস পরে সাজ সম্পূর্ণ করুন।
advertisement
7/10
৬) শুভশ্রী গঙ্গোপাধ্যায়- পুজোয় জমকালো সাজতেই হয়। অষ্টমীর রাতে এমন ভাবে সাজতে পারেন। গ্লাস স্লিভ ও স্লিভলেস দুটি ব্লাউজেই বাজিমাত করেছেন শুভশ্রী। স্টেটমেন্ট নেকপিস মানানসই এই সাজের সঙ্গে।
৬) শুভশ্রী গঙ্গোপাধ্যায়- পুজোয় জমকালো সাজতেই হয়। অষ্টমীর রাতে এমন ভাবে সাজতে পারেন। গ্লাস স্লিভ ও স্লিভলেস দুটি ব্লাউজেই বাজিমাত করেছেন শুভশ্রী। স্টেটমেন্ট নেকপিস মানানসই এই সাজের সঙ্গে।
advertisement
8/10
৭) সোহিনী সরকার- যাঁরা ক্যাজুয়াল সাজতে পছন্দ করেন, তাঁদের জন্য এই দুটি সাজ মানানসই। ব্যাগি টি শার্টের উপরেই ট্রেন্ডি শাড়ি পরেছেন সোহিনী। আরেকটিতে চেকস পাফ স্লিভ। কনট্রাস্ট সাজেই মুগ্ধ করেছেন অভিনেত্রী।
৭) সোহিনী সরকার- যাঁরা ক্যাজুয়াল সাজতে পছন্দ করেন, তাঁদের জন্য এই দুটি সাজ মানানসই। ব্যাগি টি শার্টের উপরেই ট্রেন্ডি শাড়ি পরেছেন সোহিনী। আরেকটিতে চেকস পাফ স্লিভ। কনট্রাস্ট সাজেই মুগ্ধ করেছেন অভিনেত্রী।
advertisement
9/10
৮) কোয়েল মল্লিক- অল্প মেকআপের সঙ্গে পুজোয় কী ভাবে সাজতে হয় তা কোয়েল মল্লিকের এই দুটি লুক থেকে শিখতে হয়। বড় পাফ স্লিভ ব্লাউজ গোটা লুকটাকে ভরাট করেছে। অন্যটিকে এক রঙের শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজ এখন ফ্যাশনে ইন।
৮) কোয়েল মল্লিক- অল্প মেকআপের সঙ্গে পুজোয় কী ভাবে সাজতে হয় তা কোয়েল মল্লিকের এই দুটি লুক থেকে শিখতে হয়। বড় পাফ স্লিভ ব্লাউজ গোটা লুকটাকে ভরাট করেছে। অন্যটিকে এক রঙের শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজ এখন ফ্যাশনে ইন।
advertisement
10/10
৯) মিমি চক্রবর্তী- সপ্তমীর সন্ধে বেলায় এই ভাবে সাজতে পারেন। দুটি ব্লাউজেরই শিয়ার হাতা নজর কেড়েছে।
৯) মিমি চক্রবর্তী- সপ্তমীর সন্ধে বেলায় এই ভাবে সাজতে পারেন। দুটি ব্লাউজেরই শিয়ার হাতা নজর কেড়েছে।
advertisement
advertisement
advertisement