অবশেষে থামল ৩০ ঘণ্টার একটানা লড়াই৷ মঙ্গলবার প্রয়াত হলেন সলমনের ‘বডিগার্ড’ ছবির পরিচালক৷ রাত ৯ টার নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক৷ জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন ইন্ডাস্ট্রিতে৷
আরও পড়ুন- এ যেন মৃত্যু যন্ত্রণা! সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছিল আমি মরেই যাব, হঠাৎ কী হল তানজিন তিশার?
advertisement
আরও পড়ুন-‘৫০ শতাংশ বিয়ের পরিণতি ডিভোর্স’, একথা কেন বললেন মিমি, এই ভয়েই কি বিয়ে করছেন না?
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিদ্দিকের অবস্থার অবনতি হয় এবং তাকে ইসিএমও (এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন) এ রাখা হয়। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে তিনি লিভার সংক্রান্ত সমস্যা এবং নিউমোনিয়ায় ভুগছিলেন৷ বাড়িতেই চলছিল চিকিৎসা৷ এর মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন৷ হাসপাতালে ভর্তি করার পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। অবশেষে থেমে গেল দীর্ঘ ৩০ ঘণ্টার লড়াই৷ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মালায়ালম ছবিতে একের পর এক হিট উপহার দিয়েছেন ভক্তদের৷ মালায়ালম ছাড়াও সিদ্দিক তামিল, তেলেগু এবং হিন্দি ছবির পরিচালনা করেছেন । তিনি সালমান খানের ‘বডিগার্ড’ পরিচালনা করেছিলেন ৷ সিদ্দিকের শেষ ছবি ছিল ‘বিগ ব্রাদার’ যা ২০২০ সালে মুক্তি পেয়েছিল৷