TRENDING:

Bobby Deol Breaks Down : ‘ঈশ্বর সত্যিই দয়ালু...’, সকলের সামনেই কান্নায় ভেঙে পড়লেন ধর্মেন্দ্রপুত্র ববি দেওল

Last Updated:

Bobby Deol Breaks Down : এমনই ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আপাতত সংবাদ শিরোনামে রয়েছে ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুর অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার অর্থাৎ ১ ডিসেম্বর। তারপর থেকে ভক্তমহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দুর্দান্ত চিত্রনাট্য এবং চরিত্রের চমক তো রয়েছেই! সঙ্গে রয়েছেন একাধিক সেরার সেরা অভিনেতা-অভিনেত্রীও। বিশেষ করে ববি দেওলের কথা না বললেই নয়। বহু বছর পরে ফের রুপোলি পর্দায় ফিরেছেন তিনি। বলা ভাল, এই ছবিটাই তাঁর কামব্যাক। আর নিজের চরিত্রে নজর কেড়েছেন তিনি। সকলেই তাঁর অভিনয় দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করছেন। তবে এহেন সাফল্যের পর চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেতা। এমনই ছবি ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়।
ববি দেওল
ববি দেওল
advertisement

‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য উদযাপনের পার্টির পরে সম্প্রতি অঝোরে কাঁদতে দেখা গেল ববি দেওলকে। এমনকী অভিনেতাকে ঘিরে ছিল তাঁর টিম। ওই টিমের সদস্যরা তাঁকে ভরসা দিয়ে চোখের জল মোছানোর চেষ্টা করেন। এরপর টিস্যু দিয়ে নিজের চোখের জল মুছে গাড়ির দিকে এগিয়ে যান। সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে চাননি ববি। শুধু এটুকুই বলেন, “অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর সত্যিই দয়ালু যে, এই ছবির জন্য আমি এতটা ভালবাসা পাচ্ছি। মনে হচ্ছে যেন, আমি কোনও স্বপ্ন দেখছি।”

advertisement

অ্যানিম্যাল ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। সেখানেই ববি জানিয়েছিলেন যে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে অভিনয় করবেন তিনিও। এমনকী ববি এ-ও জানিয়েছিলেন, যেহেতু তাঁর হাতে তখন তেমন কোনও কাজ ছিল না, তাই সন্দীপ যখন ফোন করেছিলেন তখন বিশ্বাস করতে পারছিলেন না।

আরও পড়ুন : সন্তোষ দত্তর জন্মদিনে স্মৃতিচারণা তাঁর নাতির, জানালেন দাদু হিসেবে কেমন ছিলেন ‘জটায়ু’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিনেতার কথায়, “তাঁর কাছে আমার একটা ছবি ছিল। তখন অবশ্য আমার হাতে তেমন কাজ ছিল না। কিন্তু আমি সেই সময় সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলছিলাম। তিনি বলেছিলেন যে, তাঁর ছবির জন্য তিনি আমাকে চান। কারণ ওই ছবিতে আমার যে অভিব্যক্তি ছিল, সেটাই ছবির জন্য চেয়েছিলেন তিনি। আমি তখন ভাবলাম, যাক বেকার অবস্থার দিনগুলোও তো কাজে লাগল।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bobby Deol Breaks Down : ‘ঈশ্বর সত্যিই দয়ালু...’, সকলের সামনেই কান্নায় ভেঙে পড়লেন ধর্মেন্দ্রপুত্র ববি দেওল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল