‘অ্যানিম্যাল’ ছবির সাফল্য উদযাপনের পার্টির পরে সম্প্রতি অঝোরে কাঁদতে দেখা গেল ববি দেওলকে। এমনকী অভিনেতাকে ঘিরে ছিল তাঁর টিম। ওই টিমের সদস্যরা তাঁকে ভরসা দিয়ে চোখের জল মোছানোর চেষ্টা করেন। এরপর টিস্যু দিয়ে নিজের চোখের জল মুছে গাড়ির দিকে এগিয়ে যান। সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলতে চাননি ববি। শুধু এটুকুই বলেন, “অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর সত্যিই দয়ালু যে, এই ছবির জন্য আমি এতটা ভালবাসা পাচ্ছি। মনে হচ্ছে যেন, আমি কোনও স্বপ্ন দেখছি।”
advertisement
অ্যানিম্যাল ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। সেখানেই ববি জানিয়েছিলেন যে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে অভিনয় করবেন তিনিও। এমনকী ববি এ-ও জানিয়েছিলেন, যেহেতু তাঁর হাতে তখন তেমন কোনও কাজ ছিল না, তাই সন্দীপ যখন ফোন করেছিলেন তখন বিশ্বাস করতে পারছিলেন না।
আরও পড়ুন : সন্তোষ দত্তর জন্মদিনে স্মৃতিচারণা তাঁর নাতির, জানালেন দাদু হিসেবে কেমন ছিলেন ‘জটায়ু’
অভিনেতার কথায়, “তাঁর কাছে আমার একটা ছবি ছিল। তখন অবশ্য আমার হাতে তেমন কাজ ছিল না। কিন্তু আমি সেই সময় সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলছিলাম। তিনি বলেছিলেন যে, তাঁর ছবির জন্য তিনি আমাকে চান। কারণ ওই ছবিতে আমার যে অভিব্যক্তি ছিল, সেটাই ছবির জন্য চেয়েছিলেন তিনি। আমি তখন ভাবলাম, যাক বেকার অবস্থার দিনগুলোও তো কাজে লাগল।”
