এবার নয়া রেকর্ড গড়ল ‘পারিয়া’৷ বাংলা সিনেমা ‘পারিয়া’ হলে এসে দেখলেন দৃষ্টিহীনরাও৷ শুধু তাই নয় কেমন লাগল ছবিটি সেই প্রতিক্রিয়া একজন বলেছেন, আমি একজন দৃষ্টিহীন হয়েও হলে এসেছি সিনেমাটা দেখতে৷ ছবির গল্প, সাউন্ড, এফেক্ট,সব শুনে এখন ‘ পারিয়া ২’-এর জন্য অপেক্ষা করছি৷ অন্য একজন বলেন,পারিয়া আমার খুব ভাল লেগেছে৷ এই গল্পটা বেশ ইউনিক একটা গল্প, যা সচরাচর দেখা যায় না৷ ছবির পরিচালক দারুণ একটি মেসেজ দিয়েছেন যা ভীষণ মন কেড়েছে৷ একজন আবার ছবির প্রশংসা করে বলেছেন, ছবির প্রতিটা সিন নিঁখুত করে বানানো হয়েছে৷ পুরোপুরি দৃষ্টিহীন হয়েও যে বন্ধুদের সাহায্যে ছবিটা বুঝতে পেরেছি এটা খুব ভাল লেগেছে৷
advertisement
আরও পড়ুন- দীপিকা-রণবীরের সন্তান নিয়ে বিগ ‘সিক্রেট’ ফাঁস বোন অনিশার, প্রথমবার মুখ খুলতেই তোলপাড়…!
ছবি প্রসঙ্গে তথাগত বলেছেন, আমি আগে জানতামই না যে দৃষ্টিহীনদের গোটা টিম ‘পারিয়া’ দেখতে এসেছে৷ এটা গোটা টিমের জন্য ভীষণ আনন্দের বিষয় যে ‘পারিয়া’ দেখতে শুধু সাধারণ মানুষরাই আসছেন না, সব ধরণের মানুষরা এই ছবিটা দেখতে আসছেন৷ এটা ভেবেই এতটাই অভিভূত যে বলার কোনও ভাষা নেই৷ ফাইনালি অডিও ভিস্যুয়াল মিডিয়াম এক্সপেরিয়েন্স করাটা যে হয়েছে, সেটাই সবথেকে বড় ব্যাপার৷ এটাই ভীষণ গর্বের একটা বিষয় যে এমন একটা অডিও ভিস্যুয়াল মিডিয়াম তৈরি করতে পেরেছি যেটা সবধরণের মানুষের কাছে পৌঁছতে পেরেছে৷
শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও ভারতের অন্যান্য সিনেমাহলে দারুণ ব্যবসা করেছে এই ছবি৷ ফুটপাতের কুকুরদের গল্প কম-বেশি সকলেরই মন ছুঁয়েছে৷ ওদের হয়ে না আছে কথা বলার কেউ, না ওদের পাশে দাঁড়ানোর কেউ, তাই সেই সমস্ত পথকুকুরদের কথাই তুলে ধরেছে পারিয়া৷ বাংলায় সাফল্যের পর দেশের অন্যান্য রাজ্য যেমন, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ত্রিপুরা, পুনে-সহ বেশ কিছু জায়গায় ছবিটি দেখানো হয়েছে৷ উল্লেখ্য, ছবির সাফল্যে পরিচালক তথাগত সকলের উদ্দেশ্যে ঘোষণা করে বলেছেন, ‘পারিয়া ২’ আসছে৷