TRENDING:

Big Boss OTT 3: 'বিগ বস' থেকে বাদ পড়েই ভোলবদল আরমানের, স্ত্রী কৃতিকাকে সমর্থন নয়, চান না ট্রফি জিতুক, কাকে পছন্দ জানেন?

Last Updated:

Big Boss OTT 3: ‘বিগ বস ওটিটি ৩’ থেকে বাদ পড়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন আরমান মালিক। বিগ বসের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রতিযোগিদের মধ্যে আরমান একজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘বিগ বস ওটিটি ৩’ থেকে বাদ পড়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন আরমান মালিক। বিগ বসের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রতিযোগিদের মধ্যে আরমান একজন। মঙ্গলবার লাভকেশ কাটারিয়ার সঙ্গে এলিমিনেট হন তিনি।
'বিগ বস' থেকে বাদ পড়েই ভোলবদল আরমানের
'বিগ বস' থেকে বাদ পড়েই ভোলবদল আরমানের
advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাপারাৎজিদের সঙ্গে আরমানের কথোপকথনের একটি ভিডিও। সেখানে তাঁকে বলা হয়, থাপ্পড়কাণ্ডের পরও আরমানকে বাদ না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বিশাল পান্ডের অনুরাগীরা। এর জবাবে বিশালকে খোঁচা দিয়ে আরমান বলেন, “তবুও আমাকে ওঁর পরে বাদ দিয়েছে।’’

বিগ বসে নিজের অভিজ্ঞতার কথাও জানান আরমান। তিনি বলেন, “খুব মজা হয়েছে।’’ আরমান এবং লাভকেশ বাদ পড়ার পর এখন বিগ বসের ট্রফির দৌড়ে রয়েছেন পাঁচ জন প্রতিযোগি। তাঁরা হলেন সানা মকবুল, সাই কেতন রাও, কৃতিকা মালিক, রণবীর শোরে এবং নাজি।

advertisement

আরও পড়ুন-   স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় কলাকুশলীরা, বিকেলে ফেডারেশনের বৈঠক

এই পাঁচ জনের মধ্যে রয়েছেন আরমানের স্ত্রী কৃতিকাও। তবে আরমান চান, ট্রফিটা যেন অভিনেতা রণবীর শোরের হাতেই ওঠে। তাঁর কথায়, “রণবীর টাকার জন্যে বিগ বসে আসেননি। উনি যোগ্য। বিজয়ীর ট্রফিটা ওঁর হাতেই দেখতে চাই আমি।’’

আরও পড়ুন-   ‘রাহুলকে পরিচালক হিসেবে মানতে অসুবিধা রয়েছে’, এবার কী হবে? জট কি আদৌ খুলবে

advertisement

সম্প্রতি শো-তে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা প্রশ্নে প্রশ্নে নাজেহাল করে দিয়েছিলেন আরমানকে। এর কয়েকদিন পরই বাদ পড়েন তিনি। এদিকে আরমানের আরেক স্ত্রী পায়েল বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সে কথাও জানানো হয় তাঁকে। তবে আরমান বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। পাল্টা তিনি বলেন, “ঈশ্বর নেমে এলেও আমাদের সম্পর্ক খারাপ করতে পারবে না।’’

advertisement

বহুবিবাহের অভিযোগ নিয়েও মুখ খোলেন আরমান। তিনি বলেন, “আমার জীবন খোলা বইয়ের মতো। একাধিক বিয়ের কথা প্রকাশ্যে স্বীকার করার সাহসও আছে। আমার মতো এরকম অনেকেই আছেন। কিন্তু প্রকাশ্যে মুখ খোলেন না।’’

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শুক্রবার ২ অগাস্ট ‘বিগ বস ওটিটি ৩’-এর শেষ পর্ব সামনে আসবে। এ বছর শো পরিচালনা করছেন অনিল কাপুর। বিতর্কিত রিয়েলিটি শো-এর বিজেতার হাতে তুলে দেওয়া হবে ট্রফি এবং ২৫ লাখ টাকা। এখন শেষ পর্যন্ত কে জেতে সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Big Boss OTT 3: 'বিগ বস' থেকে বাদ পড়েই ভোলবদল আরমানের, স্ত্রী কৃতিকাকে সমর্থন নয়, চান না ট্রফি জিতুক, কাকে পছন্দ জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল