X-এ এক সংবাদ মাধ্যম লেখে, “নয়ডা পুলিশ ইউটিউবার এবং বিগ বস জয়ী এলভিশ যাদবকে গ্রেফতার করেছে। তাঁকে আজ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন নয়ডার ডিসিপি বিদ্যা সাগর মিশ্র।”
আরও পড়ুন: গুরুতর অসুস্থ অভিনেতা পার্থসারথি দেব! রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে
নভেম্বরের শুরুতে নয়ডা সেক্টর ৪৯-এ অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে পাঁচটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছিল। অভিযানে আরও ৯ টি সাপও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল। ঘটনাস্থলে সাপের বিষও পাওয়া গিয়েছে। পরবর্তী তদন্তে, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা এলভিশের নাম নিয়েছিল।
advertisement
আরও পড়ুন: আসবাব তৈরিতে কাঠের জায়গা নিয়েছে প্লাইবোর্ড! কিন্তু কীভাবে তৈরি হয়? দেখুন
ফেব্রুয়ারিতে, পুলিশ জানায় যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) রিপোর্ট অনুসারে কোবরা এবং ক্রাইট প্রজাতির সাপের বিষ পাওয়া গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় সেই সময়ে ভাইরাল হয় তাঁর ভিডিওটি, সেখানে দেখা গিয়েছিল এলভিশ বলছেন, “ আমি পার্টিতে কোথায় ছিলাম? পুলিশতো আমাকে খুঁজেই পায়নি, আমি তো মুম্বইতে ছিলাম। গুগলে পিএফএ সার্চ করে তো বুঝেই গেছেন যে ঠিক কী হয়। কোনও সাধারন মানুষের নামে মিথ্যা কেস দেয়, তারপর আবার অনুরোধ করা হয় কেস তুলে নেওয়ার জন্য। যে আমি ওই পার্টিতে ছিলাম সেটা কীভাবে প্রমাণ হয় আমিও দেখব।”
প্রসঙ্গত, এলভিশকে গত বছরের ৭ নভেম্বর এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, সে দাবি করে যে নয়ডায় রেভ পার্টিতে সাপগুলি গায়ক ফাজিলপুরিয়া সরবরাহ করেছিলেন। ইউটিউবারের সাপ ধরে রাখার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, ফাজিলপুরিয়া পরে স্পষ্ট করেছেন যে ভাইরাল ভিডিওটি তার একটি অ্যালবামের শ্যুটের।