TRENDING:

Bhaswar Chatterjee : দু’জনের দেখা তরুণ মজুমদারের স্মরণসভায়, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর সঙ্গে নিজস্বী পোস্ট ভাস্বরের

Last Updated:

Bhaswar Chatterjee : ভাস্বর জানিয়েছেন অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : তরুণ মজুমদারই তাঁকে এনেছিলেন ছায়াছবির দুনিয়ায়৷ তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের নয়ণের মণি৷ কৈশোরের পরও অভিনয় করেছেন ক্বচ্চিৎ৷ কিন্তু সিনেমাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেননি অয়ন বন্দ্যোপাধ্যায়৷ তিনি হয়েছিলেন ব্যাঙ্ক চাকুরে৷ দীর্ঘ দিন অন্তরালে থাকার পর অবশেষে আবার তরুণ মজুমদারের প্রয়াণে সকলে দেখতে পেলেন ‘শ্রীমান পৃথ্বীরাজ’ কে৷ এ বার তাঁর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়৷ দু’জনের দেখা হয়েছিল প্রয়াত পরিচালকের স্মরণসভায়৷
অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে
অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে
advertisement

ভাস্বর জানিয়েছেন অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে ৷ যশস্বী পরিচালকের স্মরণসভায় দেখা হতেই অয়ন নিজে এগিয়ে এসে কথা বলেন ভাস্বরের সঙ্গে ৷ তার পরই নিজস্বীপর্ব৷ পর্দার শ্রীমান পৃথ্বীরাজের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ভাস্বর ৷ তরুণ মজুমদার পরিচালিত সুপারহিট ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে ৷ আইকনিক এই ছবিতেই দর্শকদের সামনে আসেন অয়ন বন্দ্যোপাধ্যায় ৷ ছবির বাইরে তাঁর নাম পার্থসারথি ৷

advertisement

নায়িকাদের মতো নায়কের জন্যও নতুন নাম ছিল তরুণ মজুমদারের ঝুলিতে ৷ ১৯৬৭ সালে মুক্তি পাওয়া তাঁর আর এক বক্স অফিসে চূড়ান্ত সফল ছবি ‘বালিকা বধূ’-র নায়কের নাম ছিল পার্থসারথি মুখোপাধ্যায়৷ তাই ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর নায়কের নাম তরুণ মজুমদার রাখলেন ‘অয়ন৷’

advertisement

আরও পড়ুন :  ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি

পরবর্তীতে অভিনয়কে মূল পেশা হিসেবে গ্রহণ না করলেও আরও কিছু ছবিতে অভিনয় করেছিলেন অয়ন ৷ সেগুলির মধ্যে অন্যতম তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’, ‘মেঘমুক্তি’, ‘পথ ও প্রাসাদ’ এবং ঋতুপর্ণ ঘোষের ‘হীরের আংটি’ ৷ ‘দাদার কীর্তি’ ছবিতে সন্তু এবং বীণার ভূমিকায় অয়ন বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী রায়ের জুটি চূড়ান্ত জনপ্রিয় হয় ৷ তবে দর্শকদের কাছে তিনি এক ও অদ্বিতীয় শ্রীমান পৃথ্বীরাজ ৷

advertisement

আরও পড়ুন :  রহমানের বাহুডোর থেকে এখন তিনি ললিতসুন্দরী! ৪৭ বসন্ত পেরিয়েও সুস্মিতার মুঠোয় রূপরহস্য

আরও পড়ুন :  ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, ভাস্বর অভিনয় করেছিলেন ২০০৩ সালে মু্ক্তি পাওয়া তরুণ মজুমদারের ছবি ‘আলো’-য় ৷ সেই ছবির শ্যুটিঙের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন ভাস্বর ৷ তরুণ মজুমদারের প্রয়াণে মর্মাহত অয়ন বলেন তাঁর ক্ষেত্রে একটা একটা করে সুতোর বন্ধন ছিঁড়ে যাচ্ছে ৷ যে বন্ধনে তিনি আবদ্ধ হয়ে আছেন গত কয়েক দশক ধরে ৷ পারিবারিক এই বন্ধনের টানে অয়ন তরুণ মজুমদারের প্রয়াণে শোকের মুহূর্তে আগাগোড়া সন্ধ্যা রায়ের পাশে ছিলেন৷ পরে দেবশ্রী রায় যখন পূর্ণ দাস রোডের ডাকাত কালীবাড়িতে তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন, সেখানেও ছিলেন শ্রীমান পৃথ্বীরাজ, অয়ন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee : দু’জনের দেখা তরুণ মজুমদারের স্মরণসভায়, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর সঙ্গে নিজস্বী পোস্ট ভাস্বরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল