TRENDING:

Bharti Singh: ৪২-এ ফের অন্তঃসত্ত্বা ভারতী সিং, বিদেশে গিয়ে ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করিয়েছেন? কী জানালেন কমেডিয়ান?

Last Updated:

Bharti Singh: হর্ষ ও ভারতী শেয়ার করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের মা হতে চলেছেন কমেডিয়ান ভারতী সিং। কিছুদিন আগে টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক হর্ষ লিম্বাচিয়া ও কমেডিয়ান ভারতী সিং পরিবার নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের ছেলে গোলা।
ভারতী ও হর্ষ
ভারতী ও হর্ষ
advertisement

সেখান থেকেই হর্ষ ও ভারতী শেয়ার করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা মন্তব্য এখন ভাইরাল, কারও প্রশ্ন– ”কেন লুকিয়ে রেখেছিলেন এই খবর?”, কেউ আবার প্রশ্ন করে বসেন ”পরিবার কীভাবে টের পায়নি?”, এমনকী কেউ কেউ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা নিয়েও পরোক্ষে পরামর্শ দিয়েছেন। সব প্রশ্নেরই ধরে ধরে উত্তর দিয়েছেন ভারতী।

advertisement

আরও পড়ুন: চেনা ছন্দে দার্জিলিং জমজমাট, পর্যটকদের ঠাসা ভিড়! পাহাড়ে ওঠার কোন কোন রাস্তা খোলা?

তাঁর কথায়, ”সবাই বলে, যখন আমি প্রেগনেন্সির কথা বললাম, তখনও কি পরিবারের কেউ বুঝতেই পারেনি? সত্যি কথা বলতে, ওরা জানতই না। আমি সবসময় ওদের সামনে ঢিলেঢালা জামা পরতাম। ওরা ভাবত, আমার ওজন বেড়েছে, পেটও কিছুটা বেরিয়ে এসেছে। আমরা কাউকেই বলিনি যে আমরা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছি।”

advertisement

আরও পড়ুন: ‘এটাই আমার শেষ দিওয়ালি, ক্যানসার জিতে গেল! আমি শেষ হয়ে যাচ্ছি’, তরুণের ভাইরাল পোস্টে হাহাকার!

সেরা ভিডিও

আরও দেখুন
দু'বছর পার, পাকিস্তানের কালকুঠুরিতে দুই বাঙালির কী করুণ দিনযাপন! পরিবারের বুকচাপা আর্তি
আরও দেখুন

পাশাপাশি হাসতে হাসতে ভারতী এও বলেন, ”প্রচুর কথা শুনতে হয়েছে, মজাও করেছে সবাই। তবে ওদের মনে সন্দেহ ছিল, আমি বলতাম– রান্না করছি, খাচ্ছি, তাই ওজন বেড়েছে। আর যখন জানল সত্যি সত্যি আমি মা হতে চলেছি আবার, তখন সবাই খুব খুশি হয়েছে। আমরা কাউকে ঠকাইনি, বা আগে থেকে কাউকে বলিনি– সবাই একসঙ্গে জেনেছে।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bharti Singh: ৪২-এ ফের অন্তঃসত্ত্বা ভারতী সিং, বিদেশে গিয়ে ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করিয়েছেন? কী জানালেন কমেডিয়ান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল