TRENDING:

Pallavi Dey in Mon Mane Na: ধারাবাহিকে নতুন মোড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় পল্লবীর, ‘গৌরী’ চলে যাওয়ায় শোকস্তব্ধ ভরত কল

Last Updated:

Pallavi Dey in Mon Mane Na:প্রসঙ্গত কালার্স বাংলা-র ‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’৷ তাঁর বিপরীতে রুদ্র ভূমিকায় অভিনয় করেন সাম ভট্টাচার্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : কাজের মাঝে শুক্রবার সামাজিক মাধ্যমের একটি ছবিতে ট্যাগড হয়েছিলেন ভরত কল৷ তখন কে আর জানত রবিবারই প্রায় একইরকম আর একটি ছবি শেয়ার করে প্রয়াণে শোকপ্রকাশ করতে হবে! জীবনের ছন্দপতন এভাবেই ধরা পড়ল ভরত কলের প্রোফাইলে৷
‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’
‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’
advertisement

‘মন মানে না’ ধারাবাহিকের অভিনেতা ভরত কল শুক্রবার একটি ছবিতে ট্যাগ হয়েছিলেন৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন পল্লবী দে-ও৷ ছবির ক্যাপশনে লেখা ছিল ‘গত রাত্রের ছবি’৷ সে ছবিতে পল্লবী দিব্যি খোশমেজাজে৷ রবিবার ঠিক সেরকমই আর একটি ছবি পোস্ট করেছেন ভরত৷ ক্যাপশনে ভরত লিখেছেন, ‘‘আমরা সবসময় তোমাকে মিস করব৷ ভাল থাকো৷ নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে৷ অনেক ভালবাসা...আজ আমার গৌরী চলে গেল৷’’

advertisement

প্রসঙ্গত কালার্স বাংলা-র ‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবী অভিনীত চরিত্রের নাম ‘গৌরী’৷ তাঁর বিপরীতে রুদ্র ভূমিকায় অভিনয় করেন সাম ভট্টাচার্য৷ রুদ্র-গৌরীর প্রেমের রসায়নের ফাঁকে ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অঞ্জনা বসু অভিনীত ‘বড়মা’ চরিত্রটি৷ জনপ্রিয় মরাঠি ছবি ‘জীভ জলা ইয়েড়া পিসা’-ছায়ায় তৈরি এই ধারাবাহিক এগোচ্ছিল আকন্দপুরের এক শিক্ষিতা তরুণী ও স্বল্প শিক্ষিত তরুণের সম্পর্কের বুননে৷

advertisement

আরও পড়ুন : জন্মদিন থেকে বইযাপন, না ফেরার দেশে পাড়ি দেওয়া পল্লবীর মুহূর্তগুলি ফেসবুকে

এই ধারাবাহিকের দর্শক তথা অনুরাগীরা জানেন কিছুদিনের মধ্যেই পটভূমিতে নতুন মোড় আসার কথা রয়েছে৷ সেই ট্যুইস্ট বলে দেবে বড়মাকে রুদ্র ক্ষমা

আরও পড়ুন : স্তনের আভাস স্পষ্ট করে নেমেছে সুগভীর নেকলাইন, শ্রীদেবীকন্যা জাহ্নবীর ছবি দেখুন

advertisement

আরও পড়ুন : অ্যানিম্যাল প্রিন্ট হোক বা প্যস্টেল শেড, সব রঙেই সান্যা বিকিনিসুন্দরী

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

করবে কি৷ নাকি বড়মাকে শাস্তি দেবে? কিন্তু চিত্রনাট্যে সেই নতুন মোচড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন পল্লবী৷ কেন তিনি চলে গেলেন? একবারও ভাবলেন না বাবা মায়ের কথা!-এই আক্ষেপ ঝরে পড়ছে ভরত কলের পোস্টের প্রেক্ষিতে মন্তব্য বাক্সে৷ তাঁদের জিজ্ঞাসা প্রশ্ন হয়েই রইল৷ উত্তর দেওয়ার কেউ নেই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey in Mon Mane Na: ধারাবাহিকে নতুন মোড় আসার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় পল্লবীর, ‘গৌরী’ চলে যাওয়ায় শোকস্তব্ধ ভরত কল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল