Pallavi Dey : জন্মদিনের কেক থেকে বইযাপন, না ফেরার দেশে পাড়ি দেওয়া পল্লবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা মুহূর্তগুলি জীবন্ত ফেসবুকে

Last Updated:
Pallavi Dey : তাঁর আচমকা চলে যাওয়ার প্রকৃত কারণ কি কোনওদিন জানা যাবে? প্রশ্ন অনুরাগীদের৷
1/10
প্রত্যাশা জাগিয়ে শুরু করেছিলেন কয়েক বছর৷ বিভিন্ন চ্যানালের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছিলেন৷ পান জনপ্রিয়তাও৷ আচমকাই উড়ান বন্ধ হয়ে গেল পল্লবী দে-এর৷ মাত্র ২৫ টি বসন্ত পেরিয়েই পাড়ি দিলেন না ফেরার দেশে৷
প্রত্যাশা জাগিয়ে শুরু করেছিলেন কয়েক বছর৷ বিভিন্ন চ্যানালের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করছিলেন৷ পান জনপ্রিয়তাও৷ আচমকাই উড়ান বন্ধ হয়ে গেল পল্লবী দে-এর৷ মাত্র ২৫ টি বসন্ত পেরিয়েই পাড়ি দিলেন না ফেরার দেশে৷
advertisement
2/10
টলিউডে সংক্ষিপ্ত যাত্রাপথেই একাধিক চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি৷ ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে পল্লবীর লুক ও অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়৷
টলিউডে সংক্ষিপ্ত যাত্রাপথেই একাধিক চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি৷ ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে পল্লবীর লুক ও অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়৷
advertisement
3/10
‘রেশমঝাঁপি’-তেও বড় ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি৷ কাজ করেছিলেন ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও৷ বর্তমানে তাঁর অভিনীত ‘মন মানে না’ ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে একটি চ্যানেলে৷
‘রেশমঝাঁপি’-তেও বড় ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি৷ কাজ করেছিলেন ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও৷ বর্তমানে তাঁর অভিনীত ‘মন মানে না’ ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে একটি চ্যানেলে৷
advertisement
4/10
আদতে হাওড়া রামরাজাতলার বাসিন্দা পল্লবী গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি ভাড়া করে এক বন্ধুর সঙ্গে থাকছিলেন৷ রবিবার সকালে ওই বন্ধুই প্রথম দেখতে পান পল্লবীকে ঝুলন্ত অবস্থায়৷
আদতে হাওড়া রামরাজাতলার বাসিন্দা পল্লবী গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি ভাড়া করে এক বন্ধুর সঙ্গে থাকছিলেন৷ রবিবার সকালে ওই বন্ধুই প্রথম দেখতে পান পল্লবীকে ঝুলন্ত অবস্থায়৷
advertisement
5/10
হাসপাতালে নিয়ে যাওয়া হলে পল্লবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ময়নাতদন্তেও প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগাকেই মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে৷ তবে মেয়ের রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ করেছেন পল্লবীর বাবা মা৷
হাসপাতালে নিয়ে যাওয়া হলে পল্লবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ময়নাতদন্তেও প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগাকেই মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে৷ তবে মেয়ের রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ করেছেন পল্লবীর বাবা মা৷
advertisement
6/10
যে বন্ধুর সঙ্গে পল্লবী থাকতেন, তাঁর সঙ্গে গত দু’ বছর ধরেই তাঁর পরিচয় ছিল বলে জানা গিয়েছে৷ তবে তাঁদের একত্রবাস নিয়ে পল্লবীর বন্ধুর পরিবারের তরফে আপত্তি ছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ৷
যে বন্ধুর সঙ্গে পল্লবী থাকতেন, তাঁর সঙ্গে গত দু’ বছর ধরেই তাঁর পরিচয় ছিল বলে জানা গিয়েছে৷ তবে তাঁদের একত্রবাস নিয়ে পল্লবীর বন্ধুর পরিবারের তরফে আপত্তি ছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ৷
advertisement
7/10
এই রহস্যমৃত্যুতে পল্লবীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ সম্পর্কের টানাপড়েন মৃত্যুর পিছনে ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে পল্লবীর পোস্ট বা তাঁর আচরণে সেই টানাপড়েনের কোনও চিহ্ন ছিল না বলে জানা গিয়েছে৷
এই রহস্যমৃত্যুতে পল্লবীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ সম্পর্কের টানাপড়েন মৃত্যুর পিছনে ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে পল্লবীর পোস্ট বা তাঁর আচরণে সেই টানাপড়েনের কোনও চিহ্ন ছিল না বলে জানা গিয়েছে৷
advertisement
8/10
শনিবার রাতেও মোমো খাওয়র ছবি পোস্ট করেছেন পল্লবী৷ সার্বিকভাবে তাঁর পোস্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাঁরই কাজের ছবি সহকর্মীদের ছবি৷ তাঁর সম্পর্ক বা টানাপড়েনের কোনও ছায়া সেখানে নেই৷
শনিবার রাতেও মোমো খাওয়র ছবি পোস্ট করেছেন পল্লবী৷ সার্বিকভাবে তাঁর পোস্ট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাঁরই কাজের ছবি সহকর্মীদের ছবি৷ তাঁর সম্পর্ক বা টানাপড়েনের কোনও ছায়া সেখানে নেই৷
advertisement
9/10
ফেব্রুয়ারি মাসে জন্মদিন ছিল পল্লবীর৷ তাঁর জন্য সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তা এখনও উজ্জ্বল সামাজিক মাধ্যমে৷ রয়েছে পল্লবীর কেক খাওয়ার ছবিও৷ শুধু তিনিই চলে গিয়েছেন দিকশূন্যপুরে৷
ফেব্রুয়ারি মাসে জন্মদিন ছিল পল্লবীর৷ তাঁর জন্য সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তা এখনও উজ্জ্বল সামাজিক মাধ্যমে৷ রয়েছে পল্লবীর কেক খাওয়ার ছবিও৷ শুধু তিনিই চলে গিয়েছেন দিকশূন্যপুরে৷
advertisement
10/10
সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুলের এই প্রাক্তন ছাত্রীর চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না তাঁর ঘনিষ্ঠ মহল৷ তাঁর আচমকা চলে যাওয়ার প্রকৃত কারণ কি কোনওদিন জানা যাবে? প্রশ্ন অনুরাগীদের৷
সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুলের এই প্রাক্তন ছাত্রীর চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না তাঁর ঘনিষ্ঠ মহল৷ তাঁর আচমকা চলে যাওয়ার প্রকৃত কারণ কি কোনওদিন জানা যাবে? প্রশ্ন অনুরাগীদের৷
advertisement
advertisement
advertisement