পর্দায় তিনি কখনও মা, কখনও শাশুড়ি। জয়শ্রীর স্বামী ভরত কলকেও বেশির ভাগ সময়ে পরিবারের বয়োজ্যেষ্ঠে সদস্যের ভূমিকায় দেখা যায়। সেখানে আর নাচগান করার অবকাশ কোথায়! কিন্তু পর্দার বাইরে সেই ইচ্ছা অনায়াসেই পূরণ করে নিয়েছেন তাঁরা। সৌজন্যে ইনস্টাগ্রাম।
মেয়ে আর্যর সঙ্গে রিল তৈরি করলেন ভরত এবং জয়শ্রী। শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত 'রব না বনা দি জোড়ি'-র 'ডান্স পে চান্স'-এর তালে নেচে উঠলেন দুই তারকা। মা-বাবাকে নাচ শেখানোর দায়িত্ব ছিল ছোট্ট আর্যর কাঁধে। তাকে দেখে দেখেই দিব্যি নাচলেন টলিউডের চেনা দুই মুখ।
আরও পড়ুন : আজ রাতে আমি আসছি! দিদি নম্বর ১-এর মঞ্চ থেকে ছেলে রৌনককে ধমক রচনার
আরও পড়ুন : ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
রিল তৈরির জন্য আর্য সেজে উঠেছিল ভারী কাজের লাল রঙের লেহেঙ্গায়। জয়শ্রী পরেছিলেন ক্রিমসন রঙের শাড়ি। সঙ্গে মানানসই গয়না। ভরতকে যদিও দেখা গেল সাদামাঠা টি শার্ট আর জিন্স।
তিন জনের নাচ দেখে আপ্লুত ভরত এবং জয়শ্রীর অনুরাগীরা। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা।