সূত্রের খবর, গত ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং` সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে অভিনেত্রী রূপা দত্তকে গতকাল, বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুন– উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস ! ভিজবে দক্ষিণবঙ্গও, জেনে নিন আবহাওয়ার আপডেট
জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীর বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন– ‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি । সিরিয়াল, সিনেমায় চুরির ঘটনা বা চোরের ভূমিকায় তো প্রায়শই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কিন্তু বাস্তবে যদি এমন ঘটনা ঘটে, তাও আবার তিনি যদি অভিনেত্রী হন ৷ ২০২২ সালে কলকাতা বইমেলাতেও এমনই ঘটনা ঘটান এই অভিনেত্রী ৷ পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে ৷

