‘এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন’: জেমাইমা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jemimah Rodrigues: ম্যাচ জিতিয়ে জেমাইমা বললেন, ‘‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত এক মাসের কাজটা কঠিন ছিল। একা এটা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার উপর যাঁরা বিশ্বাস রেখেছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’
 নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের গ্যালারিতে তখন নীরবতা আর উত্তেজনা একসঙ্গে জড়িয়ে। ভারতের ইনিংসের শেষ মুহূর্তে ক্রিজে দাঁড়িয়ে এক তরুণীর চোখে জল। তিনি জেমাইমা রডরিগেজ। ম্যাচ জেতার পর জেমাইমার চোখে আনন্দাশ্রু। প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রফি হাতে তুলে নিয়ে তিনি বলেন, “এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন।” (Photo: X)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement

