প্রত্যেক মানুষের মধ্যেই বিভিন্ন রকম ভয় জন্মায় বিভিন্ন রকম পরিস্থিতি থেকে। সেই ভয়ের গল্পকেই ব্যাখ্যা করেছেন পরিচালক। শর্ট ফিল্ম 'ফোবিয়া'-র ট্রেলার লঞ্চ হল 'আইলিড ইনস্টিটিউট'-এ। উপস্থিত ছিলেন পরিচালক পীযূষ-সহ বাকি কলাকুশলীরা।
পার্থ চট্টোপাধ্যায় এবং পীযূষ চট্টোপাধ্যায় প্রযোজিত এবং পীযূষ ফিল্মস অফিসিয়াল (ইউটিউব চ্যানেল) দ্বারা নিবেদিত 'ফোবিয়া'। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রানা ভট্টাচার্য, রীমা মন্ডল এবং মৃণাল দাস, শুভদীপ এবং দীপ৷
advertisement
আরও পড়ুন: কেবল শাহরুখ নন, এবার দেব-মিঠুনের হাত ধরে খুলল তালাবন্ধ সিনেমা হল, সৌজন্যে প্রজাপতি
ছবিটি এমন এক মানুষের গল্প, যে তার জীবনে হাজার হাজার সঙ্কট, না পাওয়াকে লঙ্ঘন করতে না পেরে সমাজের থেকে দূরে সরতে শুরু করে। সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠে। এমন সময় তার ভালোবাসার মানুষ তাকে বলে দু'মাসের মধ্যে যদি তাদের বিয়ে না হয় তাহলে তাদের সম্পর্ক ভেঙে যাবে। মানুষিক ভাবে দুর্বল হতে থাকে এই চরিত্র। বান্ধবীকে হারানোর ভয়ে তাকে খুন করে ফেলে সে। যাতে তার প্রেমিকা আর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে না পারে।
আরও পড়ুন: টলি বনাম বলি যুদ্ধে নামব না, আগে নিজেদের মধ্যে বিবাদ মিটুক, পাঠান নিয়ে লিখলেন দিলখুশের পরিচালক রাহুল
ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পীযূষ। গল্প লিখেছেন প্রশান্ত দাস। ছবিটির শ্যুটিং হয়েছে মূলত কলকাতাকে ঘিরেই। গান লিখেছেন পীযূষ এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-র 'মধুবালা' গানের জন্য পরিচিত। ক্যামেরায় ছিলেন শুভম দে।
পরিচালক পীযূষ বলেন, “বাংলায় বাণিজ্যিক শর্ট ফিল্মের বিশাল সুযোগ নেই। এখানে শর্ট ফিল্ম বেশির ভাগ ফিল্ম উৎসবের জন্য তৈরি করা হয়। এই ছবিটি একটি রোমাঞ্চকর জয়রাইড যেখানে দর্শকরা আবেগে আপ্লুত হওয়ার আশা করতে পারেন। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।"