‘ফুলকি’কে ‘জগদ্ধাত্রী’ দিল জোর টক্কর। সয়ম্ভূর প্রত্যাগমনে আবারও ‘জগদ্ধাত্রী’ ফিরে এল দ্বিতীয় স্থানে। অন্যদিকে ফুলকি-রোহিতের বিয়েতে নম্বর কমল মেগার। আগের সপ্তাহে যেখানে ৭.৯ ছিল এবার সেখানে ৭.৭। ‘ফুলকি’ নম্বর কমার পাশাপাশি এই মেগার সঙ্গে একই দিনে শুরু হওয়া মেগা ‘সন্ধ্যাতারা’ আবার ছিটকে গেল সেরা দশ থেকে।
আরও পড়ুন: এই মেগার কারণে নিজের জায়গা হারাল ‘নিম ফুলের মধু’! এবার সেরা কে ‘অনুরাগের ছোঁয়া’ না ‘ফুলকি’?
advertisement
অন্যদিকে, আবার নিজের জায়গায় ফিরে এল ‘নিম ফুলের মধু’। আগের সপ্তাহে ষষ্ঠ স্থানে চলে গিয়েছিল এবার সেখান থেকে আবার চতুর্থ স্থানে নিজের জায়গা করে নিল। পাশাপাশি নবম থেকে অষ্টমে উঠে এল ‘এক্কা দোক্কা’। অনির্বাণ ও রাধিকার বিয়েতে রঞ্জাকে নিয়ে পোখরাজের আগমন ব্যপক নম্বর বাড়ালো মেগার। আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৫.৩ এই সপ্তাহে সেখানে ৬.০।
এই সপ্তাহেও ‘তুঁতে’ নেই সেরা দশে। পাশাপাশি কমেছে নম্বরও। অন্যদিকে এই সপ্তাহে শুরু হওয়া নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’ বিশাল স্টার কাস্ট সত্ত্বেও জায়গা পেল না সেরা দশে। প্রথম সপ্তাহে মেগার ঝুলিতে ৪.৮। কিন্তু ‘খেলনা বাড়ি’র স্লট বদলে যেতেই আবার খেল দেখালো মিতুল। দশম স্থানে হলেও জায়গা করে নিল সেরা দশে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | রাঙা বউ |
ষষ্ঠ | হরগৌরী পাইস হোটেল |
সপ্তম | বাংলা মিডিয়াম |
অষ্টম | এক্কা দোক্কা |
নবম | পঞ্চমী |
দশম | খেলনা বাড়ি |