Bengali Serial TRP: 'সন্ধ্যাতারা' ছিটকে গেল সেরা দশ থেকে! জায়গা করতে পারল না 'গৌরী এল'ও? ফুলকি না অনুরাগের ছোঁয়া, কে হল সেরা

Last Updated:

'ফুলকি'  দেখাচ্ছে ম্যাজিক। শুরু সপ্তাহ থেকেই সেরা দশে জায়গা করে নিয়েছে  এই মেগা। আগের সপ্তাহের মতো এই সপ্তাহতেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই মেগা।

কলকাতা: এই সপ্তাহেও টিআরপিতে সেরার সেরা  ‘অনুরাগের ছোঁয়া’। ধীরে ধীরে খুলছে রহস্যের জট। ইতিমধ্যেই সোনা জেনে গিয়েছে সে সূর্যর পালিত মেয়ে। অন্যদিকে সব সত্যি জেনেও রূপা তার মায়ের কারণে সোনাকে জানাতে পারছে না সোনার আসল পরিচয়। অন্যদিকে, এইসব ঘটনার জন্য দায়ী করে দীপা লাবন্যকে। কী ভাবে সামাল দেবে লাবন্য এই পরিস্থিতি সেই প্রশ্ন ছুঁড়ে দেয় দীপা।
পাশাপাশি সোনা জানায় দীপাকে সেনগুপ্ত বাড়িতে থাকতে না দিলে সেও থাকবে না। সব মিলিয়ে জমজমাট এই মেগা। কবে সোনা ও সূর্য জানতে পারবে সোনার আসল পরিচয়? এই প্রশ্নই বাড়িয়ে তুলছে  দর্শকদের আগ্রহ। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ৮.১ নম্বর পেয়ে সবাই কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘অনুরাগের ছোঁয়া’।
advertisement
advertisement
‘ফুলকি’  দেখাচ্ছে ম্যাজিক। শুরু সপ্তাহ থেকেই সেরা দশে জায়গা করে নিয়েছে  এই মেগা। আগের সপ্তাহের মতো এই সপ্তাহতেও দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই মেগা। পাশাপাশি বাড়ল নম্বরও। আগের সপ্তাহে ৭.২ নম্বর পেয়ে ছিল এবার পেয়েছে ৭.৪ নম্বর। ধীরে ধীরে দর্শকদের মনে নিজেদের জায়গা পাকা করছে ফুলকি-রোহিত।
‘মিঠাই’-এর পরিবর্তে এসে ছিল এই মেগা। ‘মিঠাই’-এর স্টুডিওতেই হচ্ছে শ্যুট। ‘মিঠাই’ টিমের বহু  কলাকুশলী এই নতুন মেগায়। প্রকৃত পক্ষে এটি ‘মিঠাই’-এর উত্তরসূরী। সকলের প্রত্যাশাও ছিল এই মেগাকে নিয়ে। আর ঠিক ‘মিঠাই’য়ের মতো করেই ‘ফুলকি’ও জয় করছে দর্শকদের মন।
advertisement
অন্যদিকে, আগের সপ্তাহের তুলনায় কমল ‘সন্ধ্যাতারা’র নম্বর। আগের সপ্তাহে ছিল ৫.০ এবার তা কমে ৪.৯ পেয়ে দ্বিতীয় সপ্তাহতেই ছিটকে গেল সেরা দশ থেকে।
৬ টার স্লটে ‘রামপ্রসাদ’ পিছনে ফেলে দিল ‘গৌরী এল’কে । তবে শৈল মায়ের স্মৃতি ফেরাতে খুব সামান্য হলেও নম্বর বাড়ল মেগার। কিন্তু সেরা দশে জায়গা করে নিতে পারল না। অন্যদিকে নম্বর বাড়ল ‘তুঁতে’র। গত সপ্তাহে যেখানে নম্বর ছিল ৪.১, এই সপ্তাহে ৪.৪। কিন্তু তাও সেরা দশে জায়গা করতে পারল না এই মেগা।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়ফুলকি
তৃতীয়জগদ্ধাত্রী
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চম বাংলা মিডিয়াম
ষষ্ঠরাঙা বউ 
সপ্তমহরগৌরী পাইস হোটেল
অষ্টম পঞ্চমী
নবমএক্কা দোক্কা 
দশমসোহাগ জল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: 'সন্ধ্যাতারা' ছিটকে গেল সেরা দশ থেকে! জায়গা করতে পারল না 'গৌরী এল'ও? ফুলকি না অনুরাগের ছোঁয়া, কে হল সেরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement