Bengali Serial TRP: শেষ সপ্তাহে চমকে দিল 'মিঠাই', সোনা-রুপায় ভর করে সেরা অনুরাগের ছোঁয়া! 'রামপ্রসাদ' কোন স্থানে?

Last Updated:

অন্যদিকে 'মিঠাই'-এর শেষ সপ্তাহে কিছুটা নম্বর বাড়ল। 'সিদ্ধাই' জুটিকে আর পর্দায় না  দেখতে পাওয়ার  দুঃখ অনুরাগীদের মনে এখনও তাজা।

কলকাতা: সবাইকে মাত দিয়ে আবার প্রথম ‘অনুরাগের ছোঁয়া’। সূর্যর বাবার হার্ট অ্যাটাক,  দীপার অপহরণ, সূর্যর কাছে মেয়ের অধিকার দাবি করা রূপা সব নিয়ে জমজমাট মেগা। সূর্য কি মিশকার ষড়যন্ত্র জানতে পারবে? দীপা কে উদ্ধার করতে পারবে? এই সব প্রশ্নই মেগার প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধি করছে মেগার প্রতি, এবার এই মেগার ঝুলিতে ৭.৮ নম্বর।
অন্যদিকে কৌশিকীর শ্বশুর বাড়িতে খোয়া গিয়েছে মহামূল্যবান মণি, তাই খুঁজতে আবার মাঠে নেমেছে জগদ্ধাত্রী। কিন্তু তাঁর শর্তেও  ‘গৌরী এলো’তে তারার বন্ধু হয়ে স্মৃতি হারিয়ে শৈল মায়ের ফিরে আসা,  নিয়ে জমাটি মেগা এই সপ্তাহতেও ‘জগদ্ধাত্রী’কে পিছনে ফেলে দিল।
advertisement
advertisement
অন্যদিকে ‘বাংলা মিডিয়াম’ ‘পঞ্চমী’কে  দিল জোড় টক্কর। এবার পঞ্চম স্থানে উঠে এল  এই মেগা, তার সঙ্গে পঞ্চমেই জায়গা করে নিল ‘হরগৌরী পাইস হোটেল’। সবাইকে তাক লাগিয়ে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ দশম থেকে অষ্টম স্থানে জায়গা করে নিল। পাশাপাশি  ‘মেয়েবেলা’র বন্ধের গুঞ্জনের মাঝেই  অষ্টম থেকে সপ্তমে জায়গা করে নিল মেগা।
advertisement
শ্রীপর্ণার  ‘মুকুট ‘ ছাড়ার  গুঞ্জনের মাঝে  নম্বর  কমল মেগার , পাশাপাশি নম্বর কমল সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ’-এরও। অন্যদিকে ‘মিঠাই’-এর শেষ সপ্তাহে কিছুটা নম্বর বাড়লেও শেষ সপ্তাহেও সেরা  দশে জায়গা করে নিতে পারল না ‘মিঠাই’। তবে ‘সিদ্ধাই’ জুটিকে আর পর্দায় না  দেখতে পাওয়ার  দুঃখ অনুরাগীদের মনে এখনও তাজা। শেষ সপ্তাহে এই মেগার ঝুলিতে ২.৭ নম্বর।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়গৌরী এলো
তৃতীয়জগদ্ধাত্রী
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমহরগৌরী পাইস হোটেল, বাংলা মিডিয়াম
ষষ্ঠরাঙা বউ
সপ্তম পঞ্চমী, মেয়েবেলা
অষ্টমকমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
নবমগাঁটছড়া
দশমসোহাগ জল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: শেষ সপ্তাহে চমকে দিল 'মিঠাই', সোনা-রুপায় ভর করে সেরা অনুরাগের ছোঁয়া! 'রামপ্রসাদ' কোন স্থানে?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement