Bengali Serial TRP: এই মেগার কারণে নিজের জায়গা হারাল 'নিম ফুলের মধু'! এবার সেরা কে 'অনুরাগের ছোঁয়া' না 'ফুলকি'?

Last Updated:

সবাইকে তাক লাগিয়ে 'নিম ফুলের মধু'কে জোর টক্কর দিয়ে চতুর্থ স্থানে উঠে এল 'হরগৌরী পাইস হোটেল'।

এই সপ্তাহেও টিআরপি টপার ‘অনুরাগের ছোঁয়া’। দীপা ফিরে এসেছে সেনগুপ্ত বাড়িতে  তার মেয়েদের অধিকার ফিরিয়ে দিতে। অন্যদিকে  সোনা তার আসল বাবা-মাকে খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে সব সত্যি জেনেও রূপা তার মায়ের কারণে সোনাকে জানাতে পারছে না। তার মধ্যেই সেনগুপ্ত বাড়িতে উৎসবের মেজাজ ঊর্মির জন্মদিনের তোড়জোড়। সবটা নিয়ে জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’ আবার সব মেগাকে ব্যপক নম্বরে পিছনে ফেলে সেরার সেরা। এবার মেগার ঝুলিতে ৮.৬।
ফুলকির বাবা ও অন্যান্যদের চক্রান্তে ফুলকি ও রোহিতের ছবি ভাইরাল করে দেওয়া হয়। সেই ছবি নিয়ে জল ঘোলা শুরু হলে নানা চাপের মুখে পরে রোহিতের জেঠু বলে যে তাদের মধ্যে সম্পর্ক আছে, খুব তাড়াতাড়ি ফুলকি-রোহিত বিয়ে করবে, কিন্তু কেউ মানতে না চাইলে বাধ্য হয় সকলের সামনে বিয়ে দিতে।
advertisement
advertisement
কেমন হবে ফুলকি-রোহিতের আগামী জীবন। রোহিত কী ফুলকিকে মেনে নেবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই  ‘ফুলকি’র প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। আবার এই মেগা দ্বিতীয়। অন্যদিকে সেরা দশে অবশেষে জায়গা করে নিতে পারল ‘সন্ধ্যাতারা’। ৫.১ পেয়ে দশম স্থানে জায়গা করে নিলেও ‘ফুলকি’কে টক্কর দিতে পারছে না এই মেগা।
অন্যদিকে, ‘জগদ্ধাত্রী’ তে সয়ম্ভুর মৃত্যু ঘুরিয়ে দিল গল্পের মোড়। তবে কী জগদ্ধাত্রী সত্যি এবার একা? নাকি ফিরবে সয়ম্ভু? সবটা মিলিয়ে টান টান উত্তেজনায় ভরা এই মেগা এই সপ্তাহেও তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রাখল, পাশাপাশি আগের সপ্তাহের থেকে নম্বরও বাড়ল বেশ কিছুটা। এবার ৭.৫ নম্বর এই মেগার ঝুলিতে।
advertisement
সবাইকে তাক লাগিয়ে ‘নিম ফুলের মধু’কে জোর টক্কর দিয়ে চতুর্থ স্থানে উঠে এল ‘হরগৌরী পাইস হোটেল’। ঐশানী তার পুরো পরিবার নিয়ে ঘর ছাড়া। কী করে আবার ফিরে পাবে মাথার উপরের ছাদ, সেই প্রশ্নই ভাবাচ্ছে দর্শকদের। অন্যদিকে, সৃজনের চাকরি, তিন্নির মডেলিং কোনও কিছুই এই মেগাকে নিজের জায়গায় টিকিয়ে রাখতে পারল না। শুধু তাই না ‘রাঙা বউ’ ও ‘বাংলা মিডিয়াম’ও টপকে গেল ‘নিম ফুলের মধু’কে।
advertisement
তবে শেষ সপ্তাহেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল সোহাগ জল। পাশাপাশি আগের থেকে কিছুটা নম্বরওঁ বাড়ল মেগার শেষবেলায়।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়ফুলকি
তৃতীয়জগদ্ধাত্রী
চতুর্থহরগৌরী পাইস হোটেল
পঞ্চমরাঙা বউ/ বাংলা মিডিয়াম
ষষ্ঠনিম ফুলের মধু
সপ্তমপঞ্চমী
অষ্টমসোহাগ জল
নবমএক্কা দোক্কা
দশমসন্ধ্যাতারা
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: এই মেগার কারণে নিজের জায়গা হারাল 'নিম ফুলের মধু'! এবার সেরা কে 'অনুরাগের ছোঁয়া' না 'ফুলকি'?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement