ফুলকির বাবা ও অন্যান্যদের চক্রান্তে ফুলকি ও রোহিতের ছবি ভাইরাল করে দেওয়া হয়। সেই ছবি নিয়ে জল ঘোলা শুরু হলে নানা চাপের মুখে পরে রোহিতের জেঠু বলে যে তাদের মধ্যে সম্পর্ক আছে, খুব তাড়াতাড়ি ফুলকি-রোহিত বিয়ে করবে, কিন্তু কেউ মানতে না চাইলে বাধ্য হয় সকলের সামনে বিয়ে দিতে।
advertisement
কেমন হবে ফুলকি-রোহিতের আগামী জীবন। রোহিত কী ফুলকিকে মেনে নেবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই ‘ফুলকি’র প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। আবার এই মেগা দ্বিতীয়। অন্যদিকে সেরা দশে অবশেষে জায়গা করে নিতে পারল ‘সন্ধ্যাতারা’। ৫.১ পেয়ে দশম স্থানে জায়গা করে নিলেও ‘ফুলকি’কে টক্কর দিতে পারছে না এই মেগা।
অন্যদিকে, ‘জগদ্ধাত্রী’ তে সয়ম্ভুর মৃত্যু ঘুরিয়ে দিল গল্পের মোড়। তবে কী জগদ্ধাত্রী সত্যি এবার একা? নাকি ফিরবে সয়ম্ভু? সবটা মিলিয়ে টান টান উত্তেজনায় ভরা এই মেগা এই সপ্তাহেও তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রাখল, পাশাপাশি আগের সপ্তাহের থেকে নম্বরও বাড়ল বেশ কিছুটা। এবার ৭.৫ নম্বর এই মেগার ঝুলিতে।
আরও পড়ুন: ‘ফুলকি’র বাজিমাত! সেরা দশে জায়গা পেল কি ‘সন্ধ্যাতারা’? ‘অনুরাগের ছোঁয়া’ এবার কত নম্বরে?
সবাইকে তাক লাগিয়ে ‘নিম ফুলের মধু’কে জোর টক্কর দিয়ে চতুর্থ স্থানে উঠে এল ‘হরগৌরী পাইস হোটেল’। ঐশানী তার পুরো পরিবার নিয়ে ঘর ছাড়া। কী করে আবার ফিরে পাবে মাথার উপরের ছাদ, সেই প্রশ্নই ভাবাচ্ছে দর্শকদের। অন্যদিকে, সৃজনের চাকরি, তিন্নির মডেলিং কোনও কিছুই এই মেগাকে নিজের জায়গায় টিকিয়ে রাখতে পারল না। শুধু তাই না ‘রাঙা বউ’ ও ‘বাংলা মিডিয়াম’ও টপকে গেল ‘নিম ফুলের মধু’কে।
তবে শেষ সপ্তাহেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল সোহাগ জল। পাশাপাশি আগের থেকে কিছুটা নম্বরওঁ বাড়ল মেগার শেষবেলায়।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | ফুলকি |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | হরগৌরী পাইস হোটেল |
পঞ্চম | রাঙা বউ/ বাংলা মিডিয়াম |
ষষ্ঠ | নিম ফুলের মধু |
সপ্তম | পঞ্চমী |
অষ্টম | সোহাগ জল |
নবম | এক্কা দোক্কা |
দশম | সন্ধ্যাতারা |