অন্যদিকে কৌশিকীর শ্বশুর বাড়িতে খোয়া গিয়েছে মহামূল্যবান মণি, তাই খুঁজতে আবার মাঠে নেমেছে জগদ্ধাত্রী। কিন্তু তাঁর শর্তেও ‘গৌরী এলো’তে তারার বন্ধু হয়ে স্মৃতি হারিয়ে শৈল মায়ের ফিরে আসা, নিয়ে জমাটি মেগা এই সপ্তাহতেও ‘জগদ্ধাত্রী’কে পিছনে ফেলে দিল।
আরও পড়ুন: TRP-তে সেরা দশে থেকেও বন্ধের মুখে মেয়েবেলা? কোন ধারাবাহিক এবার সেরার আসনে? দেখুন তালিকা
advertisement
অন্যদিকে ‘বাংলা মিডিয়াম’ ‘পঞ্চমী’কে দিল জোড় টক্কর। এবার পঞ্চম স্থানে উঠে এল এই মেগা, তার সঙ্গে পঞ্চমেই জায়গা করে নিল ‘হরগৌরী পাইস হোটেল’। সবাইকে তাক লাগিয়ে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ দশম থেকে অষ্টম স্থানে জায়গা করে নিল। পাশাপাশি ‘মেয়েবেলা’র বন্ধের গুঞ্জনের মাঝেই অষ্টম থেকে সপ্তমে জায়গা করে নিল মেগা।
আরও পড়ুন: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
শ্রীপর্ণার ‘মুকুট ‘ ছাড়ার গুঞ্জনের মাঝে নম্বর কমল মেগার , পাশাপাশি নম্বর কমল সব্যসাচী অভিনীত ‘রামপ্রসাদ’-এরও। অন্যদিকে ‘মিঠাই’-এর শেষ সপ্তাহে কিছুটা নম্বর বাড়লেও শেষ সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিতে পারল না ‘মিঠাই’। তবে ‘সিদ্ধাই’ জুটিকে আর পর্দায় না দেখতে পাওয়ার দুঃখ অনুরাগীদের মনে এখনও তাজা। শেষ সপ্তাহে এই মেগার ঝুলিতে ২.৭ নম্বর।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | গৌরী এলো |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | হরগৌরী পাইস হোটেল, বাংলা মিডিয়াম |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | পঞ্চমী, মেয়েবেলা |
অষ্টম | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ |
নবম | গাঁটছড়া |
দশম | সোহাগ জল |