এই সপ্তাহেও দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’। সয়ম্ভূর প্রত্যাগমনে ‘জগদ্ধাত্রী’ আবার দেখাচ্ছে ম্যাজিক। অন্যদিকে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। ফুলকির মন ভাল করতে কখন দোলনায় বসিয়ে দোল দিচ্ছে রোহিত, আবার কখন ফুলকির শ্বাসকষ্ট হলে এগিয়ে আসছে রোহিত, ফিকে হচ্ছে শালিনীর স্মৃতি। কিন্তু তাও নিজের হারানো জায়গা ফিরে পেল না মেগা। এই সপ্তাহেও তৃতীয় স্থানে। যেখানে পাশাপাশি কমল নম্বরও ৭.৭ থেকে ৭.৩। ‘ পাশাপাশি এই মেগার সঙ্গে একই দিনে শুরু হওয়া মেগা ‘সন্ধ্যাতারা’ও নেই সেরা দশে। তবে বেড়েছে নম্বরও। আগে সপ্তাহে ছিল ৪.৮ এই সপ্তাহে ৪.৯।
advertisement
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’ কি জায়গা পেল সেরা দশে ? কোন মেগার জন্য দ্বিতীয় স্থান থেকে ছিটকে গেল ফুলকি
এই সপ্তাহে আবারও নিম ফুলের মধু-কে টক্কর দিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল রাঙা বউ। পাশাপাশি ষষ্ঠ থেকে পঞ্চমে উঠে এল হরগৌরী পাইস হোটেল। পাশাপাশি এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিতে পারল না কার কাছে কই মনের কথা। ‘খেলনা বাড়ি’র স্লট বদলে যেতেই আবার খেল দেখালো মিতুল। এই সপ্তাহেও দশম স্থানে নিজের জায়গা ধরে রাখল মেগা।
আরও পড়ুন: এই মেগার কারণে নিজের জায়গা হারাল ‘নিম ফুলের মধু’! এবার সেরা কে ‘অনুরাগের ছোঁয়া’ না ‘ফুলকি’?
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | হরগৌরী পাইস হোটেল |
ষষ্ঠ | নিম ফুলের মধু |
সপ্তম | বাংলা মিডিয়াম |
অষ্টম | এক্কা দোক্কা |
নবম | পঞ্চমী |
দশম | খেলনা বাড়ি |