TRENDING:

Bengali Serial News: 'মুকুট' ছেড়ে শ্রীপর্ণা এবার 'গাঁটছড়া'য়! কোন চরিত্রে আসছেন তিনি? জেনে নিন

Last Updated:

'মুকুট'হীন শ্রীপর্ণা এবার 'গাঁটছড়া'য়। কিছুদিন আগেই শ্রীপর্ণা রায় 'মুকুট' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে অবশ্য তিনি খুব একটা মুখ খোলেননি। কেবল জানিয়েছেন কিছু সমস্যার জন্য তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অভিনেত্রীকে দেখা গেল 'গাঁটছাড়া'য়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘মুকুট’হীন শ্রীপর্ণা এবার ‘গাঁটছড়া’য়। কিছুদিন আগেই শ্রীপর্ণা রায় ‘মুকুট’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে অবশ্য তিনি খুব একটা মুখ খোলেননি। কেবল জানিয়েছেন কিছু সমস্যার জন্য তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অভিনেত্রীকে দেখা গেল ‘গাঁটছাড়া’য়।
advertisement

‘আঁচল’ ধারাবাহিক দিয়ে পর্দায় পথ চলা শুরু শ্রীপর্ণার। তারপর প্রায় সব সিরিয়ালেই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে। কিন্তু ‘মুকুট’ ধারাবাহিকের তাঁকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তিনি দোলের চরিত্রে অভিনয় করেছেন যিনি আসলে মুকুটের বড় জা। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকে তাঁর অনুপস্থিতি সকলের চোখে ধরা পড়ে।

আরও পড়ুন: ‘একই ছবিতে ঋত্বিক আর ঋতাভরী নয়’, বললেন মৈনাক, কী পরিকল্পনা পরিচালকের

advertisement

এরপর থেকেই গুঞ্জন শুরু হয় ধারাবাহিক ছেড়েছেন শ্রীপর্ণা, অবশেষে তিনি নিজে জানান যে তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কোনও সমস্যা হয়নি। নিজস্ব কিছু সমস্যার জেরে ধারাবাহিক সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের সুর চিরঞ্জীবীর পরিবারে! শোরগোল ইন্ড্রাস্টিতে

তাঁর কিছুদিনের মধ্যেই ‘গাঁটছড়া’য় নতুন ভূমিকায় ধরা দিলেন শ্রীপর্ণা। এখনও অবশ্য তাঁর চরিত্রের নাম প্রকাশ্যে আসেনি। কিন্তু ইতিমধ্যেই তাঁকে পর্দায় দেখা গিয়েছে। তবে চরিত্রটিকে শুরুতে দেখা গিয়েছে নেগেটিভ সেডে। ঋদ্ধির উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সে এসেছে এমনটাই দেখানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গাঁটছড়া’য় সম্ভবত তাঁকে ঋদ্ধি ওরফে গৌরবের বিপরীতেই দেখা যাবে। মাঝে ঋদ্ধির সঙ্গে বিন্দির অসমবয়সী সম্পর্ক নিয়ে এবং খড়ির জায়গায় তাঁকে ঋদ্ধির বিপরীতে দেখে অনুরাগদের মধ্যে আপত্তির ঝড় উঠেছিল। এবার দেখার পালা গৌরব-শ্রীপর্ণার এই সম্ভাব্য এই জুটিকে দর্শকরা ভালবাসা দেয় নাকি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News: 'মুকুট' ছেড়ে শ্রীপর্ণা এবার 'গাঁটছড়া'য়! কোন চরিত্রে আসছেন তিনি? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল