Ritwick Chakraborty: 'একই ছবিতে ঋত্বিক আর ঋতাভরী নয়', বললেন মৈনাক, কী পরিকল্পনা পরিচালকের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন মৈনাক ভৌমিক।
কলকাতা: কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন মৈনাক ভৌমিক। এ বিষয়ে নিউজ ১৮ বাংলা ডিজিটালকে পরিচালক জানান, দু’জনের সঙ্গেই কাজ করছেন তিনি। কিন্তু এক ছবিতে নয়।
এক নামী প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন মৈনাক। ‘বিবাহ ডায়েরিজ’ থেকে শুরু করে ‘চিনি’র মতো ছবি উপহার দিয়েছেন দর্শককে। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, অন্য একটি প্রযোজনা সংস্থা হাত ধরে আনছেন তাঁর নতুন ছবি।
advertisement
পাশাপাশি এও শোনা যাচ্ছিল, সেই নতুন ছবিতে নাকি থাকবে একাধিক চমক। টলিপাড়া রব উঠেছিল এই ছবিতে ঋত্বিক এবং ঋতাভরী জুটি বাঁধবেন। তবে ছবির কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এই বিষয়ে পরিচালককে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “হ্যাঁ আমার নতুন ছবির পরিকল্পনা চলছে। আমি ঋত্বিকের সঙ্গে কাজ করব। পাশাপাশি ঋতাভরীর সঙ্গেও কাজ করব। কিন্তু দু’টি আলাদা ছবিতে। ঋত্বিক এবং ঋতাভরীকে একই ছবিতে দেখা যাবে না।”
advertisement
ইন্ডাস্ট্রির সূত্রে জানা গিয়েছিল, পরিচালক ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজে হাত দিয়েছেন। তিনি তাঁর নতুন ছবির জন্য লন্ডনে যাবেন খুব শীঘ্রই। কোন ছবির জন্য বিদেশ যাচ্ছেন তিনি? জানতে চাওয়া হলে পরিচালক জানান, ঋতাভরী যে ছবিতে আছেন, সেই ছবির কাজই হবে লন্ডনে। অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে? প্রশ্ন ছুঁড়ে দিলে পরিচালকের উত্তর, “এখনও ঠিক হয়নি, পরিকল্পনা চলছে। এখনই সবটা জানাতে পারব না।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 8:24 PM IST