আরও পড়ুনঃ কবে গাঁটছড়া বাঁধছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু
আমরা আসলে যে ছবিটির কথা বলছি তার নাম হল ‘মেরে আপনে’। এই ছবিটি ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত গীতিকার, পরিচালক গুলজার। পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। ছবিটি আসলে বাঙালি পরিচালক তপন সিনহার হিট বাংলা ছবি ‘আপনজন’-এর হিন্দি রিমেক। বলিউডে এই ছবির রিমেকটিও সমান ভাবেই হিট করে সেই সময়। স্বল্প বাজেটে নির্মিত এই ছবিটি সত্তরের দশকে প্রায় ১.৭ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল।
advertisement
ছবির প্রধান অভিনেতাদের মধ্যে মীনা কুমারী, শত্রুঘ্ন সিনহা এবং বিনোদ খান্না উল্লেখযোগ্য। এই ছবিতেই আত্মপ্রকাশ করেছিলেন বিনোদ খান্না। সেই সঙ্গে শত্রুঘ্ন সিনহার রাগী যুবকের চরিত্রে অভিনয়ও সেই সময় দর্শকদের মন কেড়েছিল। এই চলচ্চিত্রটি মাত্র ৪০ দিনে তৈরি হয়। আরও মজার তথ্য হল ড্যানি ডেনজংপাও এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এই ছবিটির সঙ্গে একটি দুঃখজনক ঘটনাও জড়িয়ে রয়েছে। এই চলচ্চিত্রটি মুক্তির কয়েকদিন পরেই মীনা কুমারীর মৃত্যু হয়।
ছবির গান লিখেছিলেন গুলজার এবং সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার সলিল চৌধুরী। ‘কোই হোতা জিসকো আপনা…’ এই ছবিরই বিখ্যাত একটি গান। এই গানে কন্ঠ দিয়ে বরাবরের মতোই সবার মন জয় করে নিয়েছিলেন কিশোর কুমার।