Parineeti-Raghav Wedding: কবে গাঁটছড়া বাঁধছেন পরিণীতি-রাঘব? অবশেষে ফাঁস হল বিয়ের দিন, ভেন্যু

Last Updated:
Parineeti Chopra and Raghav Chadha Wedding : বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
1/5
বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
বর্তমানে, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে নিয়ে জোরদার চর্চা চলছে৷ দিল্লিতে রূপকথার বাগদান অনুষ্ঠান হয়েছিল পরিণীতি ও রাঘবের। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে তাঁদের।
advertisement
2/5
 অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
অবশেষে ফাঁস হল বিয়ের দিন। চলছে জোরকদমে প্রস্তুতি৷ ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে৷
advertisement
3/5
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
সম্প্রতি, একটি সূত্রের খবর অনুসারে পরিণীতি এবং রাঘব চলতি বছরের ২৫ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
advertisement
4/5
সম্প্রতি এক সংবাদমধ‍্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। কিন্তু রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।
সম্প্রতি এক সংবাদমধ‍্যমের প্রতিবেদন অনুসারে, রাজস্থানে বিয়ের আসর বসবে। কিন্তু রিসেপশন হবে গুরগাঁও-তে। গত মাসে, দম্পতির বাবা-মা, পবন চোপড়া-রীনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা, গুরগাঁও-এর বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন এবং খাবার খেয়ে দেখেছেন।
advertisement
5/5
যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। ২০১৮ সালে, এই একই স্থানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস গাঁটছড়া বেঁধেছিলেন।
যোধপুরের উমেদ ভবন প্রাসাদে বিয়ে হবে বলিউডের হবু তারকা দম্পতি জুটির। ২০১৮ সালে, এই একই স্থানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস গাঁটছড়া বেঁধেছিলেন।
advertisement
advertisement
advertisement