'ডান্স বাংলা ডান্স'-এ কিছু সপ্তাহ পরে বিচারকের আসনে ফিরলেন মৌনী। কিন্তু তাও টিআরপি তালিকায় সেরার সেরা হতে পারল না এই শো। বরং অনেকটাই কমলো নম্বর। গত সপ্তাহে ৫.৭ নম্বর কমে হল ৫.০ নম্বর।
আরও পড়ুন: রচনা, যিশু, মিঠুন, কে জিতলেন সিংহাসন? রিয়্যালিটি শো-র যুদ্ধের চমক দেওয়া ফল
advertisement
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় অঙ্কুশ হাজরা।
আরও পড়ুন: শোলাঙ্কির হঠাৎ বিদায়েই কি 'গাঁটছড়া' আবার সেরা দশে! এবার টিআরপি তালিকায় দারুণ চমক
টিআরপি তালিকায় পিছিয়েই রইল 'সুপার সিঙ্গার'। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারছে না 'সুপার সিঙ্গার'। পাশাপাশি নম্বরেও দেখা গেল পতন। গত সপ্তাহে ৪.২ নম্বর এই সপ্তাহে কমে ৩.৫ হল।