TRENDING:

Debarati Mitra Death: ৭৭-এ থামল কলম! প্রয়াত কবি দেবারতি মিত্র, পাড়ি দিলেন অমৃতলোকে

Last Updated:

Debarati Mitra Death: প্রয়াত হলেন কবি দেবারতি মিত্র৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৭ বছর৷ কবির মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সাহিত্য জগতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবারও দুঃসংবাদ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খানের মৃত্যুশোক এখন কাটিয়ে উঠতে পারেনি কেউই৷ এরই মাঝে ফের মৃত্যুসংবাদ নাড়িয়ে দিল সকলকে৷ প্রয়াত হলেন কবি দেবারতি মিত্র৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৭ বছর৷ কবির মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সাহিত্য জগতে৷
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দেবারতি মিত্র৷ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র ছিলেন দেবারতি মিত্র৷ ছোটবেলা থেকে কবিতা লেখা শুরু করেন তিনি৷ ১৯৪৬ সালে কলকাতায় জন্ম হয় দেবারতি মিত্রর৷ জনপ্রিয় কবি মণীন্দ্র গুপ্তের স্ত্রী ছিলেন তিনি৷ স্বামীর মৃত্যুর পর তিনিও এবার ছেড়ে চলে গেলেন অমৃতলোকে৷

আরও পড়ুন-  ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

advertisement

আরও পড়ুন- শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

যোগমায়া কলেজ থেকে স্নাতক পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা-সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পাশ করেন৷ কলেজে পড়ার সময় থেকেই কবিতার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল৷ সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কৃত্তিবাস’ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়৷ তাঁর লেখাতেই ফুটে উঠেছিল নারীমনের অতল গভীর রহস্য৷ নারীর মনের গোপন কথা তাঁর কলমে প্রকাশ পেত৷ অবশেষে থামল তাঁর কলমের ধার৷ ১৯৭৪ সালে দেবারতি মিত্রর প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘন্টা বাজে’ প্রকাশিত হয়৷ মোট আটটি কবিতা সংকলন প্রকাশ করেছেন৷ তাঁর লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম হল-‘যুবকের স্নান’, ‘আমার পুতুল’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘ভূতেরা ও খুকি’ এভং ‘থঙহোয়া ফুল সাদা’৷ নিভৃত সাধনাতেই বাংলা সাহিত্যে নিজস্ব একটি জগত তৈরি করেছেন দেবারতি মিত্র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দেবারতি মিত্র তার লেখনীতে নিজস্ব রূপকের ব্যবহার করতেন যা পাঠকমহলেও প্রশংসা কুড়িয়েছে৷ কবির ঝুলিতে রয়েছে একাধিক সম্মানও৷ যার মধ্যে ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’রয়েছে৷ ২০১৮ সালে স্বামী মণীন্দ্র গুপ্তের প্রয়াণের পর নিঃসঙ্গ জীবন কাটছিল কবির৷ স্বামীর একাকীত্বতা একাধিকবার তাঁর কলমেও উঠে এসেছিল৷ এবার সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন কবি দেবারতি মিত্র৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Debarati Mitra Death: ৭৭-এ থামল কলম! প্রয়াত কবি দেবারতি মিত্র, পাড়ি দিলেন অমৃতলোকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল