TRENDING:

Shaunak Sen To Oscars: অস্কারে বাঙালির ছবি, শৌনক বলছেন, ‘রাত দু’টোয় খবর এল, ঘুম উড়ে গেল সঙ্গে সঙ্গে’

Last Updated:

Shaunak Sen To Oscars: আহত পাখিদের উদ্ধার করে তাঁদের চিকিৎসা করেন একই পরিবারের দুই সদস্য ও তৃতীয় এক যুবক৷ তাঁদের এই পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাঙালি শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হয়েছে অস্কারের তথ্যচিত্র বিভাগে৷ একাধিক ভারতীয়ের ছবি এ বছর একাধিক বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে৷ তার মধ্যেই রয়েছে বহু প্রশংসিত ছবি ‘অল দ্যাট ব্রিদস’৷ আর তাই নিয়েই প্রাথমিক বাছাইয়ের সময় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিউজ১৮-কে প্রতিক্রিয়া জানিয়েছিলেন শৌনক সেন৷
অল দ্যাট ব্রিদসের পরিচালক শৌনক সেন
অল দ্যাট ব্রিদসের পরিচালক শৌনক সেন
advertisement

আহত পাখিদের উদ্ধার করে তাঁদের চিকিৎসা করেন একই পরিবারের দুই সদস্য ও তৃতীয় এক যুবক৷ তাঁদের এই পক্ষী উদ্ধারের জীবন যাপন নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি৷ ইতিমধ্যে আন্তর্জাতিক মানচিত্রে ছবিটি উচ্চপ্রশংসা পেয়েছে৷ সেই ছবিই অস্কারের ডকুমেন্টারি ফিচার বিভাগে এ বার মনোনয়ন পেয়েছে৷ এর আগে উচ্চমার্গীয় সানডান্স ফিল্ম ফেস্টিভাল, কান ফিল্ম ফেস্টিভালেও উচ্চ-প্রশংসিত এই ছবিটি৷

advertisement

আরও পড়ুন :  আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান

advertisement

কখন এই বিষয়ে খবর পেয়েছিলেন শৌনক৷ তিনি বলেন, রাত দু’টো নাগাদ এই ছবির মনোনয়নের বিষয়টির খবর পান তিনি৷ সেই রাতটা আর ঘুমোতে পারেননি তিনি৷ একদিকে টেনশন যেমন ছিল, অন্য দিকে তেমন করেই তিনি ছিলেন আনন্দিত৷ একটা রোমাঞ্চ হচ্ছিল মনের মধ্যে৷ প্রাথমিক ভাবে ফোন করেছিলেন ছবির বিভিন্ন কলাকুশলীরা৷ তবে তিনি এটাও বলছেন, পরবর্তী পদক্ষেপগুলির জন্য অনেকটা এগিয়ে যাবেন এই সাফল্যে৷

advertisement

প্রাথমিক ভাবে কারা দিল্লিতে পাখি উদ্ধার ও চিকিৎকাস কাজ করছেন, তা দেখতে গিয়েই তিনি নানারকম চমকপ্রদ তথ্য পেয়েছিলেন৷ সেই তথ্যের ভিত্তিতে তিনি খুঁজতে খুঁজতে খবর পান দু’জনের, যাঁরা সম্পর্কে ভাই, যাঁরা এই কাজ করে চলেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

তার পর তাঁদের সঙ্গে দেখা করেন তিনি এবং দেখতে পান, কী ভাবে এই অসম্ভব কাজ তাঁরা করে চলেছেন৷ এরকম করেই শুরু হয়েছিল কাজটি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shaunak Sen To Oscars: অস্কারে বাঙালির ছবি, শৌনক বলছেন, ‘রাত দু’টোয় খবর এল, ঘুম উড়ে গেল সঙ্গে সঙ্গে’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল