আরও পড়ুন: Abir Chatterjee : একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গ
একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায় সেই ছবিগুলি হল - সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷
advertisement
আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal: ফের বিয়ে করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, এবারেরটাই 'আসল'!
বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা ধারাবাহিকেও অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passes Away) দর্শকদের মনের কাছাকাছি এক্কেবারে প্রতিদিন তাঁদের ড্রয়িং রুমে প্রবেশ করেছিলেন ৷ সম্প্রতি তিনি মোহর, খড়কুটো ধারাবাহিকে অভিনয় করেছিলেন ৷ তাঁর এই অকাল, আকস্মিক প্রয়াণে বিনোদন জগতের এক বড় ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷
