Abir Chatterjee : একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Abir Chatterjee : অরিন্দম শীল ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই দুই ছবিতে স্বমহিমায় আবির। (রিপোর্ট- অরুণিমা দে)
advertisement
তাঁর অভিনয় ক্ষমতা, তাঁর পর্দায় চরিত্র হয়ে ওঠা, দর্শকের মণিকোঠায় জায়গা করে নেওয়া- এই সব নতুন কিছু নয়। নতুন, তাঁর একদিনে জোড়া গোয়েন্দা হওয়ার ঘোষণা। বুধবার এসভিএফ-এর দফতরে ঘটে গেল এই ঐতিহাসিক ঘটনা। জোড়া মহরৎ। ব্যোমকেশ ও কর্ণ সুবর্ণের গুপ্তধন। যিনি 'সোনাদা' তিনিই 'ব্যোমকেশ'। অরিন্দম শীল ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই দুই ছবিতে স্বমহিমায় আবির।
advertisement
advertisement
advertisement
এই ছবির মাধ্যমেই ক্যামেলিয়া প্রোডাকশনস-এর সঙ্গে পথচলা শুরু করলেন এসভিএফ। দুই প্রযোজনা সংস্থার কর্ণধার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা উপস্থিত ছিল এই দিনের মহরৎ-এ। একই ফ্রেমে দেখা গেল, অরিন্দম শীল, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সোহিনী সরকার, ঈশা সাহাকে। সকলের মুখেই চওড়া হাসি।
advertisement
