TRENDING:

Srabanti Chatterjee: গাড়ি নয়, কাকভোরে ঘোড়া নিয়ে ছুটছেন শ্রাবন্তী, হঠাৎ হলটা কী? ভিডিও ভাইরাল

Last Updated:

Srabanti Chatterjee: 'দেবী চৌধুরানী'-র চরিত্রের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন শ্রাবন্তী৷ বাংলার ব্যান্ডিট কুইন হিসেবে নিজেকে গড়ে তুলতেই প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিনদিন যেন চর্চা বেড়েই চলছে৷ অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷ গাড়ি ছাড়া যিনি একমুহূর্ত চলেন না তিনি কিনা এবার ঘোড়ায়৷ যা দেখে একমুহূর্তে চমকে গেছেন ভক্তরাও৷ বিষয়টি একটু খোলসা করে বলা যাক৷
advertisement

উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে একচুলও ফাঁক রাখতে নারাজ শ্রাবন্তী৷ দীর্ঘদিনের কেরিয়ারের সেরা চরিত্রকে ফুটিয়ে তুলতেই এই বিশেষ কর্মসূচী৷ পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে৷ বাংলার ব্যান্ডিট কুইন হিসেবে নিজেকে গড়ে তুলতেই প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী৷ দেখে নিন ভিডিও৷

advertisement

‘দেবী চৌধুরানী’-র চরিত্রের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন নায়িকা৷ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং৷ তার আগে চরিত্রকে আরও জীবন্ত করে তুলতে ঘোড়ায় চড়া নয় বরং ঘোড়া চালানো শিখছেন৷ সাতসকালেই ময়দানে পৌঁছে গিয়ে শুরু করে দিয়েছেন প্রশিক্ষণ৷

আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল

advertisement

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রথম দিনের ট্রেনিংয়ের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷ তবে শুধু ঘোড়া চালানো নয় বরং একাধিক জিনিস শিখতে হবে শ্রাবন্তীকে৷ তরোয়াল চালানো থেকে অভিনয়ের ওয়ার্কশপ সবটা শিখবেন তিনি৷ পরিচালক শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’-তে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, সহ আরও অনেকেই থাকবেন। আপাতত ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabanti Chatterjee: গাড়ি নয়, কাকভোরে ঘোড়া নিয়ে ছুটছেন শ্রাবন্তী, হঠাৎ হলটা কী? ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল