উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে একচুলও ফাঁক রাখতে নারাজ শ্রাবন্তী৷ দীর্ঘদিনের কেরিয়ারের সেরা চরিত্রকে ফুটিয়ে তুলতেই এই বিশেষ কর্মসূচী৷ পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে৷ বাংলার ব্যান্ডিট কুইন হিসেবে নিজেকে গড়ে তুলতেই প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী৷ দেখে নিন ভিডিও৷
advertisement
‘দেবী চৌধুরানী’-র চরিত্রের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিলেন নায়িকা৷ আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং৷ তার আগে চরিত্রকে আরও জীবন্ত করে তুলতে ঘোড়ায় চড়া নয় বরং ঘোড়া চালানো শিখছেন৷ সাতসকালেই ময়দানে পৌঁছে গিয়ে শুরু করে দিয়েছেন প্রশিক্ষণ৷
আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
প্রথম দিনের ট্রেনিংয়ের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷ তবে শুধু ঘোড়া চালানো নয় বরং একাধিক জিনিস শিখতে হবে শ্রাবন্তীকে৷ তরোয়াল চালানো থেকে অভিনয়ের ওয়ার্কশপ সবটা শিখবেন তিনি৷ পরিচালক শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’-তে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়া অন্যান্য ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, সহ আরও অনেকেই থাকবেন। আপাতত ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷