নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷ ভি-নেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে কালো রঙের শিফন শাড়িতে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা৷ খোলা চুলে চোখের চাহনিতে রাতের ঘুম কেড়ে নিয়েছেন নায়িকা৷ চোখে মোটা কাজল, কপালে ছোট্ট টিপ পরে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন টলি অভিনেত্রী৷ দেখে নিন ভিডিওটি,
আরও পড়ুন-রামের রূপে হাজির প্রভাস! 'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'
আরও পড়ুন-এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
পাশের বাড়ির ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন নেটদুনিয়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের। ভক্তদের নজর কাড়তে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ভিডিও পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। টলিপাড়ার বসবেবি-র ভিডিও দেখলে ঘুম উড়বে আপনারও। ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে। বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।